Logo
Logo
×

বিনোদন

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা সম্পর্কে কতটা জানেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

মিস ইউনিভার্সে বাংলাদেশের মিথিলা সম্পর্কে কতটা জানেন

বাংলাদেশের দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, শবনম বুবলি, সাফা কবির ও তমা মির্জাসহ অনেক তারকা, নির্মাতা মিথিলার জন্য ভোট চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। 

৭৪তম মিস ইউনিভার্সের আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন এই তানজিয়া জামান মিথিলা। 

আর প্রথমবারের মতো কোনো বাংলাদেশির 'মিস ইউনিভার্সে ইতিহাস তৈরির সম্ভাবনা' নিয়েও চলছে জোর আলোচনা। 

১২১টি দেশের প্রতিযোগীদের নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে শুরু হয় প্রতিযোগিতার ৭৪তম আসর। এই প্রতিযোগীদের মধ্যে ভোটিংয়ে বর্তমানে ২ নম্বরে চলে এসেছে মিথিলার নাম। 

মডেল, অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বলেন, 'আমি চাই, বাংলাদেশের মেয়েরা নিজেদের ভেতরের শক্তিকে চিনুক। আত্মবিশ্বাসই সবচেয়ে বড় সৌন্দর্য। তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো, পৃথিবী তোমাকে থামাতে পারবে না।'

তিনি আরও বলেন, 'আমার জন্য নয়, বাংলাদেশের জন্য ভোট দিন। এই ভোট শুধু একটি প্রতিযোগিতার নয়, এটি আমাদের দেশের মর্যাদার প্রতীক। আমাকে ১ নম্বরে দেখতে চাইলে সবাই মিলে ভোট দিন। এটাই সুযোগ বাংলাদেশ আর আমাকে ১ নম্বরে দেখার।'

দেশে মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত তানজিয়া জামান মিথিলা। মডেল হিসেবে সুপরিচিত হলেও ২০১৯ সালের ডিসেম্বরে 'রোহিঙ্গা' সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিনয় করেন তিনি। 

দেশ-বিদেশের অনেক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ২০১৯ সালে 'ফেস অব বাংলাদেশ' এবং 'ফেস অব এশিয়া ২০১৯'-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। 

একই বছর 'মিস সুপারন্যাশনাল বাংলাদেশ ২০১৯'-এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি। ২০২০ সালেও মিথিলা 'মিস ইউনিভার্স বাংলাদেশ' নির্বাচিত হয়েছিলেন। যদিও সেবার সময় স্বল্পতা ও করোনাকালীন প্রস্তুতির ঘাটতিতে মূল আসরে যাওয়া হয়নি তার।

তিনি এবার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা 'মিস ইউনিভার্স'-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। গত সেপ্টেম্বরে 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫'-এর মুকুট জেতার পর গত অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন।

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এর আগে, বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম অংশ নিলেও, মিথিলার এই ভোটিং সাফল্য মিস ইউনিভার্সের ইতিহাসে বাংলাদেশের জন্য নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার