Logo
Logo
×

বিনোদন

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে মিথিলা যে বার্তা দিলেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০২:২০ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চ থেকে মিথিলা যে বার্তা দিলেন

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে তিনি শুধু সৌন্দর্যে নয়, আত্মবিশ্বাস ও পারফরম্যান্সেও জায়গা করে নিয়েছেন নজরের কেন্দ্রে। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে তার নাম এখন আলোচিতদের তালিকায়। মিথিলা এখন সবার থেকে এগিয়ে। তবে পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় টানটান উত্তেজনায় ভাসছে দেশ।

এই ভোটযুদ্ধ যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠালেন মিথিলা।তিনি বলেন, ভোট দেয়া কেউ বন্ধ করবেন না। বাংলাদেশ এখনো লড়ছে। আমি মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এখন শুধু দেশের মানুষের একটা মিরাকল লাগবে আর সেটা হলো ভোট।

মিথিলার আহ্বান, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই দয়া করে বাংলাদেশকে ভোট দিন। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগের এক পোস্টেও তিনি লেখেন, বাংলাদেশ বারবার দুই নম্বরে নেমে যাচ্ছে। পেজেন্ট পাওয়ারহাউজ দেশগুলো কৌশলে ভোট জমাচ্ছে। আমরা হয়তো পাওয়ারহাউজ নই, কিন্তু আমাদের শক্তি অগণিত মানুষ আর দেশপ্রেম। তিনি সবাইকে ১৯ নভেম্বর ভোটিং ডেডলাইন পর্যন্ত  ভোট দেয়ার আহ্বান জানান।

দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা মিথিলার জন্য ভোট চাইছেন। এ তালিকায় আছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরি অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার