Logo
Logo
×

বিনোদন

জন্মদিনে মুগ্ধতা ছড়ালেন ভ্রমণকন্যা মিম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

জন্মদিনে মুগ্ধতা ছড়ালেন ভ্রমণকন্যা মিম

ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার নির্বাচিত হওয়ার পর সিনেমা দিয়েই ক্যারিয়ার শুরু করেন। এরপর দেড় যুগে ব্যস্ততা বেড়েছে চলচ্চিত্র, টিভি নাটক ও মডেলিংয়ে। এর মধ্যেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। বর্তমানে সংসার জীবনও সামলাচ্ছেন।

তবে কর্মক্ষেত্রে তাকে নিয়ে কখনো কোনো অভিযোগ শোনা যায়নি। কারণ তিনি আদ্যোপান্ত কাজপ্রেমী একজন অভিনেত্রী। আজ (১০ নভেম্বর) বিদ্যা সিনহা মিমের জন্মদিন। প্রতিবারই বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করে থাকেন তিনি। তার আগে নিজেকে ভিন্নরূপে, ভিন্ন আবহে ধরা দিলেন অভিনেত্রী।

জন্মদিনের এমন আবহের মাঝেও থেমে নেই তার ঘোরাঘুরি। যদিও বেশ কিছু দিন ধরে বড়পর্দায় অনুপস্থিত অভিনেত্রী। অভিনয় থেকে দূরে থাকলেও থেমে নেই মডেলিং ও ভ্রমণ। রোববার (৯ নভেম্বর) কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন মিম। সেখানে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতে এক দুর্দান্ত সময় কাটছে তার। যদিও ছবিগুলো তার আগের দিনে তোলা বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। জন্মদিনের দুদিন আগে কক্সবাজার ভ্রমণে ছিলেন তিনি।

সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, গোলাপি পোশাকে সমুদ্র, রোদ আর আকাশের মিশেলে এক অনন্য সৌন্দর্যে ধরা দিয়েছেন মিম। এ সময় সৈকতের হাওয়া আর সূর্যাস্তের আভায় তার নির্মল হাসি যেন সুখ ও শান্তির গল্প তুলে আনে।

জানা গেছে, পারিবারিক আয়োজনে এবারের জন্মদিন উদযাপন করবেন বিদ্যা সিনহা মিম। তবে অভিনেত্রীর আরও একটি পরিচয় রয়েছে, তাকে বলা হয় ভ্রমণকন্যা! চিরচেনা অভিনয় ও মডেলিংয়ের বাইরেও দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে পছন্দ করেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার