Logo
Logo
×

বিনোদন

শাকিবের ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম

শাকিবের ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়

ঢালিউড অভিনেতা শাকিব খানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড়। যদিও শাকিব খান ছাড়া আর কোনো নায়ককে সেভাবে
দেখা যায় না সিনেমা ইন্ডাস্ট্রিতে। শাকিবই এক এবং অদ্বিতীয়। তার হারাবার নয়; তিনি একের
পর এক নতুন চমক নিয়ে, নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন। কিন্তু এর মাঝেই নেটিজেনদের মাঝে অভিনেতার বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠে।  

সম্প্রতি অভিনেতার আসন্ন সিনেমাসোলজার’-এর লুক প্রকাশ্যে এসেছে। এ নিয়ে  সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ তুঙ্গে। এমন সময়ে যে লুকে হাজির হলেন
শাকিব খান, তার সেই লুক নিয়ে
সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার ঝড় ওঠে।

এ মুহূর্তে শাকিব খানের লুক নিয়ে যতটা আলোচনা হচ্ছে, তা একটা সময় একই রকম আলোচনা হয়েছিল ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে। সেই
মালায়ালাম
ইন্ডাস্ট্রিতে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন একই লুকেই ধরা দিয়েছিলেন। এখন প্রশ্ন থেকে যায়— পৃথ্বীরাজের লুক তবেই কি নকল করলেন কিং খান?

সামাজিক মাধ্যমে দেখা যায়, সিনেমাসোলজার’-এর লুক প্রকাশ্যে আসার পর প্রথম ঝলকেই চোখ ধাঁধিয়ে যায়। কালো পোশাকে, গোঁফের আড়ালে ঢাকা এক দৃঢ় স্টাইলিশ অভিব্যক্তিএমন লুক কার না মনে ধরবে।

দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান পৃথ্বীরাজ সুকুমারন—  দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে, যার ওপর সাদা সুতার কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি স্টিচিং পুরো আউটফিটটিকে একটি অসাধারণ ডিজাইন এলিমেন্ট দিয়েছে, যা লুকে এনেছে এক অত্যাধুনিক বৈপ্লবিক ছোঁয়া। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।

চশমা আর গোঁফেও রয়েছে মিল। দুজনের মুখেই রয়েছে তীক্ষ্ণ ঘন গোঁফ। সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসের পার্থক্য রয়েছে।  শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে।

শাকিব খানকে সোলজারসিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে জানা যায়। এই অ্যাকশন-থ্রিলার যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত সিনেমাএল টু এমপুরান’- এর সঙ্গে।

মালায়ালাম সিনেমাএল টু এমপুরান’-এর প্রচারে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দেন। সেই সিনেমাটিলুসিফারফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ছিল। সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার লুসিফারসিনেমায় তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল।

সবকিছু মিলিয়ে দুই ভিন্ন চরিত্রেও পোশাকের মিল এক বিশাল প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। তবে কি স্টাইলিশসিন্ডিকেট ম্যান’-এর ফ্যাশনকেই এবার গ্রহণ করলেন ঢাকাইসোলজারশাকিব খান?

সামাজিক মাধ্যমে অভিনেতার এমন দৃশ্য দেখার পর মন খারাপ হতে পারে শাকিবভক্তদের। সিনেমাপ্রেমী ভক্তরা বলছেন, শাকিব খানের এই লুকে এর আগেও দেখা গেছে অন্য সিনেমার এক নায়কের লুকে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার