Logo
Logo
×

বিনোদন

শাহরুখের ‘কিং’ হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

শাহরুখের ‘কিং’ হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে তুমুল আলোচনা চলছে। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্ট— সব মিলিয়ে এটিকে ভারতের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমাগুলোর একটি হিসাবে দেখা হচ্ছে।    

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিচালক সিদ্ধার্থ আনন্দের 'কিং' সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার ও ভিএফএক্সনির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়া এবং প্রোমোশন বা বিপণন ব্যয় অন্তর্ভুক্ত ছাড়াই চূড়ান্ত বাজেট দাঁড়িয়েছে প্রায় ৩৫০ কোটি রুপিতে।  

শুরুর দিকে ‘কিং’ সিনেমার পরিকল্পনা করেছিলেন পরিচালক সুজয় ঘোষ, মাঝারি পরিসরের একটি থ্রিলার হিসাবে। পরে সিদ্ধার্থ আনন্দ প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল— ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনো দেখা যায়নি।

'কিং' সিনেমাটিতে থাকছে ছয়টি বড় অ্যাকশন সিকোয়েন্স। তিনটি বাস্তব লোকেশনে, আর তিনটি বিশেষভাবে নির্মিত সেটে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমার অন্যতম আকর্ষণ হতে চলেছে।  

আরও পড়ুন
উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান এবং তার সঙ্গে থাকছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, অভিষেক বচ্চন এবং শাহরুখকন্যা সুহানা খান। এ ছাড়া এ সিনেমায় ফাহিম ফাজিল, রাঘব জুয়াল, জয়দীপ আহলাওয়াত, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ এবং আরশাদ ওয়ার্সির মতো তারকারাও রয়েছেন। ‘কিং’ সিনেমার প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও মমতা আনন্দ। শাহরুখ নিজেও নাকি প্রযোজক হিসেবে যুক্ত আছেন।

'কিং' সিনেমা আগামী ২০২৬ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে। এর এক বছর আগেই ‘কিং’ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনাও প্রবল। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার