ভুল বোঝাবুঝি হওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে: তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১৩ পিএম
দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে নিজের গান দিয়ে ভক্তদের মুগ্ধ করে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। তবে ক্যারিয়ারের রজতজয়ন্তীতে এসে হঠাৎই তিনি ঘোষণা দেন যে, সংগীত জীবন থেকে বিরতিতে যাবেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন তাহসান। এরপরই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। তার ভক্তরা অনেকে মেনেই নিতে পারেননি যে প্রিয় গায়ক আর স্টেজে পারফর্ম করবেন না। আবার অনেকে এও ধারণা করেছেন যে তিনি হয়ত পুরোপুরি সংগীত জীবনের ইতি টানছেন।
এক অনুষ্ঠানে অংশ নিয়ে তাহসান বিষয়টি খোলাসা করেছেন, তিনি কেবল গান থেকে বিরতি নিচ্ছেন এবং আশা করছেন মানুষ ধীরে ধীরে তাকে ভুলে যাবে না। তবে তার বক্তব্য ‘ন্যাশনাল ইস্যু’ হয়ে যাওয়ায় অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।
‘এক কথার কারণে নানা ভুল বোঝাবুঝি হয়েছে। আমার ছবির ওপর টুপিপ্রয়োগ করে রাজনৈতিক দলের সঙ্গে জুড়িয়ে দেওয়া হচ্ছে। এসব কেবল খেলার অংশ, দোষের কিছু নেই। এরকম ঘটনা সারা পৃথিবীতেই ঘটে।’- এমনটাই বলেছেন তাহসান।
তিনি আরও যোগ করেন, এখনকার সময়ে কোনো কথার প্রভাব আগে থেকে বোঝা যায় না। তার একটি ইমোশনাল মুহূর্তে দেওয়া বক্তব্য যে এমনভাবে ভাইরাল হয়ে যাবে, তা তিনি কল্পনাও করেননি।
এ বছর হাতে থাকা কয়েকটি কনসার্ট শেষ করে আপাতত সংগীত জীবন থেকে বিরতি নেবেন তাহসান।