‘তোমার দ্বিতীয় স্ত্রী আমার জামা পরে ঘুরবে, তা আমি মানতে পারব না’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কেল খান্নার দাম্পত্য জীবন প্রায় ২৪ বছরের। ২০০১ সালে তারা সাতপাকে বাঁধা পড়েন। এ দম্পতির দুই সন্তান— আরভ ও নিতারা। তাদের বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে নিতারা সবে কৈশোরে পা দিয়েছেন।
দীর্ঘ এ দুই যুগে তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিশেষ করে অভিনেতা অক্ষয়ের একাধিক সম্পর্কের বিতর্ক অনেকবার সমালোচিত হয়েছে।
একটি গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিনেতা অক্ষয় কুমারের কিছু প্রেম শুরু হতে না হতেই শেষ হয়েছে। আবার কোনো প্রেম বাগদানের পরও ভেঙেছে। তবে শেষ পর্যন্ত অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন অক্ষয় কুমার।
কিন্তু এত বছর একসঙ্গে থাকলেও স্বামীকে নাকি পুরোপুরি ভরসা করতে পারেন না অভিনেত্রী। তার ধারণা, অক্ষয় হয়তো আবার বিয়ে করতে পারেন। এই আশঙ্কায় তিনি একবার বলেছিলেন— আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেও। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, তা আমি মানতে পারব না।