Logo
Logo
×

বিনোদন

পছন্দের পুরুষ নিয়ে যা বললেন মালাইকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০২:০১ পিএম

পছন্দের পুরুষ নিয়ে যা বললেন মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছেন। সেটি এখন পুরোনো ঘটনা। এখানে থমকে দাঁড়াননি অভিনেত্রী। 

বিয়ে ভাঙার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্ক। সেটিও একসময় ভেঙে যায়। যদিও অর্জুনের সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক রেখেছেন মালাইকা অরোরা। কিছু দিন আগে মালাইকার জন্মদিনেও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামছেই না। সম্প্রতি গ্ল্যামার দুনিয়ার অন্যতম স্টাইল আইকন আবারও আলোচনায় আসেন। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ইতি টানার পরপরই হাঁটুর বয়সি এক যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হয় অভিনেত্রীর।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন—হীরা ব্যবসায়ী হর্ষ মেহেতার সঙ্গে তার নাম জড়িয়েছে। মালাইকা অরোরার জীবনে নাকি এসেছে নতুন প্রেম। এর মধ্যেই আবার সামনে এসেছে মালাইকার ‘পছন্দের পুরুষ’ নিয়ে খোলামেলা বক্তব্য।

এর আগের এক সাক্ষাৎকারে এ গ্ল্যামার কুইন জানিয়েছিলেন, আমি একটু রুক্ষ আর ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। খুব ফর্সা, পরিপাটি বা গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।

মালাইকা আরও বলেন, পুরুষের ব্যক্তিত্বে থাকতে হবে সাহস আর আত্মবিশ্বাস। আমার এমন কাউকে ভালো লাগে যে, প্রকাশ্যে সাহস করে ‘ফ্লার্ট’ করতে পারে এবং যে ভালো চুমু খেতে জানে।

অভিনেত্রী বলেন, তার পছন্দের পুরুষ হবেন স্পষ্টবাদী, মুখে থাকবে শক্ত চোয়াল, আর মনেও থাকবে রোম্যান্সের ছোঁয়া। আমি খুবই রোমান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে।

সম্প্রতি এনরিক ইগলেসিয়াসের কনসার্ট থেকে বেশ কিছু ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটিজেনদের। মালাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাকে। সেখানে দেখা যায়, অনুষ্ঠানের গানের তালে নাচছেন মালাইকা অরোরা। তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন হর্ষ মেহেতা। 

অনেকেই দাবি করেছেন, মালাইকার পছন্দ করার চোখ আছে। এক নেটিজেন লিখেছেন, দিন দিন যেন মালাইকার বয়স কমছে। এই জুটি খুবই রসায়নপূর্ণ। তাদের একসঙ্গে দেখে খুবই দারুণ লাগছে। তবে বিপরীত মতও রয়েছে অনেকের। আরেক নেটিজেন লিখেছেন, একসঙ্গে দেখা গেছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনো মানে নেই। হতেই পারে মালাইকার ছেলের বন্ধু ওই যুবক। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার