তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, পাঠানো হলো আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

প্রতারণার অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী নজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন এক নারী উদ্যোক্তা। বুধবার অভিনেত্রীর বরাবর এই আইনি নোটিশ পাঠানো হয়।
অভিযোগকারী ওই নারী উদ্যোক্তার নাম ঝিলিক।নোটিশে বলা হয়েছে, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী এবং টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন; যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।
এতে বলা হয়, আপনি আপনার ভেরিফায়েড ইনস্ট্রাগ্রাম আইডি থেকে ওই শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে শাড়িটি পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আপনার বাসার ঠিকানায় পৌঁছে দেন।
এতে আরও উল্লেখ করা হয়, আপনি ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত থেকেছেন। পরবর্তীতে আপনি শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হতে অদ্যাবধি বিরত রয়েছেন। এমনকি আমার মক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে আপনার পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।