২৮ হাজার টাকার শাড়ি ফ্রি নেওয়ার অভিযোগে যা বলছেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৯ পিএম

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশার বিরুদ্ধে উঠেছে নতুন অভিযোগ। এক নারী উদ্যোক্তার দাবি—তিশা তাঁর কাছ থেকে ফ্রি জামদানি শাড়ি নিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সেটির প্রচারণা করেননি। এই অভিযোগ ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ঘটনাটি ঘটেছে গত জানুয়ারিতে। তিশা নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। দেশের এক গণমাধ্যমে উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা কয়েকটি শাড়ির ছবি দেখতে চান এবং শেষ পর্যন্ত একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার মূল্য ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তিশার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক শাড়িটি উপহার হিসেবে দিতে রাজি হন, তবে শর্ত ছিল—তিশা সেটি পরে ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন।
কিন্তু উদ্যোক্তার অভিযোগ, প্রায় দশ মাস পেরিয়ে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের পরও তিনি কোনো সাড়া দেননি বলে দাবি ঝিনুকের। এখন তিনি শাড়ির দাম ফেরত না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।
অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর তানজিন তিশা নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’