
গেল কোরবানি ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। এটি নির্মাণ করে আলোচনায় আসেন মেহেদি হাসান। তিনি এবার নতুন সিনেমা তৈরি করছেন। এর নাম রেখেছেন ‘বিদায়’। প্রথমদিকে শোনা যাচ্ছিলো ছবিটিতে শাকিব খানই থাকবেন। তবে সেটি হচ্ছে না। ঢালিউডের সেরা নায়ককে ছাড়াই ‘বিদায়’ ছবির শুটিং শুরু হয়েছে।
জানা গেছে, এতে নায়িকা হিসেবে থাকবেন প্রার্থনা ফারদিন দিঘী। তবে তার নায়ক কে সেটা এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, এতে সিয়াম আহমেদকে দেখা যাবে দিঘীর বিপরীতে।
এছাড়াও ছবিটিতে থাকবেন বাংলা চলচ্চিত্রের ট্রাজেডি কিং বাপ্পারাজ। আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা।
১৭ অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে ছবিটির শুটিং। শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি এবং আরও কিছু শিল্পী। প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, ‘আমাদের ‘বরবাদ’-পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে কাজের পরিকল্পনা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত। এখন বাপ্পারাজ ও দীঘিসহ নতুন প্রজেক্ট ‘বিদায়’-এ কাজ চলছে।’
নাটকীয়ভাবে বাপ্পারাজের একটি পোস্টে আগেই ‘বিদায়’ সিনেমার নাম প্রকাশ করেছিলেন। অনেক ভক্ত ধারণা করছেন, দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত এই অভিনেতা এবার ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। কিন্তু অভিনেতা কোনো মন্তব্য করেননি। সিনেমার গল্প সম্পর্কে তিনি জানান, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত কথা বলা নিষিদ্ধ, শুটিং শেষ হলে এ মাসের শেষ দিকে বিস্তারিত জানাব।’
‘বিদায়’-এর গল্প কেন্দ্রীভূত হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাত্রা, পরিবারের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের প্রেক্ষাপটে।
জানা গেছে, এতে নায়িকা হিসেবে থাকবেন প্রার্থনা ফারদিন দিঘী। তবে তার নায়ক কে সেটা এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, এতে সিয়াম আহমেদকে দেখা যাবে দিঘীর বিপরীতে।
এছাড়াও ছবিটিতে থাকবেন বাংলা চলচ্চিত্রের ট্রাজেডি কিং বাপ্পারাজ। আরও অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, ফারুক আহমেদসহ একঝাঁক তারকা।
১৭ অক্টোবর থেকে সুনামগঞ্জের তাহেরপুরে শুরু হয়েছে ছবিটির শুটিং। শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ, প্রার্থনা ফারদিন দীঘি এবং আরও কিছু শিল্পী। প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, ‘আমাদের ‘বরবাদ’-পরবর্তী সিনেমায় সিয়ামকে নিয়ে কাজের পরিকল্পনা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত। এখন বাপ্পারাজ ও দীঘিসহ নতুন প্রজেক্ট ‘বিদায়’-এ কাজ চলছে।’
নাটকীয়ভাবে বাপ্পারাজের একটি পোস্টে আগেই ‘বিদায়’ সিনেমার নাম প্রকাশ করেছিলেন। অনেক ভক্ত ধারণা করছেন, দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত এই অভিনেতা এবার ইন্ডাস্ট্রিকে বিদায় জানাচ্ছেন। কিন্তু অভিনেতা কোনো মন্তব্য করেননি। সিনেমার গল্প সম্পর্কে তিনি জানান, ‘প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপাতত কথা বলা নিষিদ্ধ, শুটিং শেষ হলে এ মাসের শেষ দিকে বিস্তারিত জানাব।’
‘বিদায়’-এর গল্প কেন্দ্রীভূত হয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ যাত্রা, পরিবারের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদের প্রেক্ষাপটে।