Logo
Logo
×

বিনোদন

হিরো আলমের দুধ দিয়ে গোসল করা প্রসঙ্গে যা বললেন রিয়া মনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:০১ পিএম

হিরো আলমের দুধ দিয়ে গোসল করা প্রসঙ্গে যা বললেন রিয়া মনি

সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে কয়েক দিন ধরে নেটিজেনদের মধ্যে চলছে সমালোচনা। সেই আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর এবার স্ত্রী রিয়া মনিকে তিন তালাক দিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরের এম ব্লকে রিয়া মনিকে মৌখিক তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেন হিরো আলম। তার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসা নারী ভক্তরা হিরো আলমের জন্য দুধ নিয়ে আসেন। সেই দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন এ কনটেন্ট ক্রিয়েটর।

তিন তালাক দেওয়ার পর হিরো আলম বলেন, ডিভোর্সের কাগজপত্র চূড়ান্ত করেছেন তার উকিল। কোর্টের মাধ্যমে তিন মাসের মধ্যে রিয়া মনি তালাকের কাগজ পাবেন। তিনি বলেন, রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। আজ তাকে তালাক দিয়েছি। এ জন্য দুধ দিয়ে গোসল করে আমি নতুনভাবে নিজেকে শুদ্ধ করছি।

এদিকে স্ত্রী রিয়া মনির সঙ্গে হিরো আলমের পারিবারিক জীবনে টানাপোড়েন অনেক দিন ধরেই চলে আসছে। এবার তা বিচ্ছেদে রূপ নিয়েছে। হিরো আলম তিন তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করা প্রসঙ্গে রিয়া মনি বলেন, এ নিয়ে তার কিছু বলার নেই। হিরো আলম যা ভালো মনে করেছে, সে তাই করবে। আমার কোনো অভিযোগ নেই। আমি তো চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সেটি করতে পারিনি।

হিরো আলমের আনা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিয়া মনি বলেন, দেখুন, হিরো আলম আমার নামে অভিযোগ করতে পারে। সেটি তার অধিকার। কিন্তু সেই অভিযোগগুলো প্রমাণ দিতে হবে তো। তিনি বলেন, আমি আর কিছু বলতে চাই না। যদি বলতে হয় আদালতে বলব। আইনের কাছে তো মিথ্যা বলতে পারবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার