Logo
Logo
×

বিনোদন

সহসাই দেশে ফিরছেন না মাহি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৩:২৮ এএম

সহসাই দেশে ফিরছেন না মাহি

রাজনীতির মাঠে পা দিয়ে অভিনয় থেকে দূরে সরে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আগে প্রচারণায় জানিয়েছিলেন, তিনি আর অভিনয় করবেন না। যদিও নির্বাচনে হারার কয়েকদিন বাদেই সিদ্ধান্ত বদলান তিনি। বলেছিলেন, ভালো গল্প হলে সিনেমায় ফিরবেন। 

এদিকে, গত বছরের ৫ই আগস্টের পর থেকে মাহিকে আর সেভাবে কোনো কাজে পাওয়া যায়নি। বরং অনেকটা নীরবেই চলতি বছরের জুনে দেশ ছাড়েন। সে সময় থেকে যুক্তরাষ্ট্রেই থাকছেন তিনি। সিনেমা সংশ্লিষ্ট অনেকের মতে, মাহি দ্রুতই দেশে ফিরছেন না। তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ী হতে চলেছেন। এরইমধ্যে সেখান থেকেই নতুন ছবির খবর জানান। 

নিজের পুরনো ঘর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নতুন সিনেমা ‘অন্তর্যামী’তে কাজ করতে যাচ্ছেন তিনি। অনেকেই মনে করেছিলেন ছবিটির জন্য তাহলে দেশে ফিরছেন মাহি। কিন্তু জানা গেল, ছবিটির অনেকটা অংশ শুট হবে যুক্তরাষ্ট্রেই। আগামী বছর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন মাহি। এরপর দেশেও শুটিং হওয়ার কথা রয়েছে ছবিটির। 

এদিকে, এর বাইরে আর কোনো ছবিতে এখনো পর্যন্ত চুক্তিবদ্ধ হননি মাহি। কারণ আগামী বছরের নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই তার। তা ছাড়া, যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ডেরও আবেদন করেছেন তিনি। বর্তমানে বেশ ক’জন তারকার সঙ্গেই যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চাচ্ছেন তিনি। আর সেটা হলে মাহির চলচ্চিত্র ক্যারিয়ার খুব বেশি এগোবে বলেও বলা যাচ্ছে না। যদিও মাহি বিষয়টি নিয়ে বরাবরই নিশ্চুপ রয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার