Logo
Logo
×

বিনোদন

একফ্রেমে ধরা দিলেন শাকিব-ববি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ এএম

একফ্রেমে ধরা দিলেন শাকিব-ববি

ঢালিউড চিত্রনায়িকা ববি হকের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন মেগাস্টার শাকিব খান। এফডিসিতে শুটিংয়ের ফাঁকে ক্যামেরাবন্দি হন এ দুই তারকা।

বুধবার (১৫ অক্টোবর) ববি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে তোলা ৪টি ছবি আপলোড করেন। ছবিতে জলপাই রংয়ের শার্ট পরেছিলেন শাকিব। আর কালো টিশার্ট পরেছিলেন ববি।

তাদের হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে কিছু না লিখলেও সাদা কালো রংয়ের দুটি ভালোবাসার ইমোজির সঙ্গে প্রজাপ্রতি জুড়ে দেন নায়িকা।

এরপরই ভক্তরা তার কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লেখেন, ‘খুব ভালো লাগছে। দুইজনকে মুভি করলে ভালো লাগবে। নতুন মুভি দেখতে চাই।’ আরেকজন লেখেন, ‘চরম অপূর্ব জুটি। রাজত্ব ছবিটা মনে পড়ে গেলো।’

জানা যায়, বর্তমানে এফডিসিতে শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং করছেন। আর ববি করছেন ‘তছনছ’ সিনেমার শুটিং। একই সময় শুটিং চলার দেখা হয় তাদের। এরপর শুটিংয়ের ফাঁকে এ দুই সেলিব্রেটি আড্ডায় মেতে ওঠেন।

প্রসঙ্গত, আড্ডার পাশাপাশি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও সামনের কাজ নিয়ে শাকিব-ববির কথা হয়। তবে ফের একসঙ্গে তাদের বড়পর্দায় ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা- তা এখনো জানা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার