এবার হিরো আলমকে নিয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ এএম

বিনোদন জগতের সামাজিক মাধ্যম কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের সঙ্গে স্ত্রী রিয়া মনির বেশ কয়েক দিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না। রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন—এমন গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এমন কথা রিয়া মনি পরিষ্কার করে বলেননি। সেই গুঞ্জনের ভিড়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রিয়া মনি ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন। এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় হিরোপত্নীকে।
এ কনটেন্ট ক্রিয়েটর দাবি করে বলেন, তার সংসার করা অবস্থায় এর আগে হিরো আলম মিথিলা নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছে। এসব ঝামেলার কারণে হিরো আলমকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
রিয়া মনি বলেন, কিন্তু হিরো আলম সুইসাইডের চেষ্টা করেন। বাধ্য হয়ে হিরো আলমের সংসারে থেকে যান তিনি। হিরো আলম তার মন্দ চরিত্র বদলাননি বলেও জানান রিয়া মনি।
তিনি বলেন, আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলছে— ধ্বংস করে দেবে। তুমি তো নিজে ধ্বংস হয়ে গেলা, পাগলা হয়ে গেলা। মানসিকভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না। তুমি আলম মানসিকভাবে ভেঙে পড়েছো, আমি তোমাকে বাঁচিয়েছি।
তিনি বলেন, এখন আমাকে তুমি ধ্বংস করতে আসো। তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে? মানুষের ডির্ভোস হয় না? ডির্ভোস হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায়। তুমি আলম পরকীয়া করেছিলে। সেই নারী তোমাকে ধর্ষণ মামলা দিয়েছে। আমার আল্লাহ যদি থাকে তুমি কিছু্ করতে পারবে না। তুমি সংসারজীবনে সুখী না। সব জায়গায় রাজনীতি চলে না আলম বলে জানান রিয়া মনি।
তিনটা সংসারে কথা জানিয়ে হিরোপত্নী বলেন, আমি তোমাকে ভালোবাসছিলাম। ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি বিয়ে করেছিলাম। তোমার সঙ্গে নাটক করিনি। তোমার টাকা দিয়ে আমি চলিও না। তোমাকে আমি লাখ লাখ টাকা দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। সবশেষে ভালো থাকা প্রযোজন সেইটা তুমি থাকতে পারছ না। সে জন্য আমাকে জ্বালাতে এসো না বলে জানান রিয়া মনি।