Logo
Logo
×

বিনোদন

গুঞ্জন হলো সত্যি, ‘দম’ এর নায়িকা পূজা চেরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ এএম

গুঞ্জন হলো সত্যি, ‘দম’ এর নায়িকা পূজা চেরী

আগামি বছরে ঈদুল ফিতরকে টার্গেট করে ‘দম’ শিরোনামে সিনেমা আনছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, সিনেমাটিতে অভিনয় করবেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী।

এবার জানা গেল, সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা পূজা চেরী। ইতোমধ্যে পূজা চেরীর সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান, আলফা আই সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে।

অক্টোবরের শেষের দিকে কাজাখস্তান থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং। যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি।

সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন। তার ভাষায়,“সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে দম, আর এ গল্পটা সার্ভাইভাল ঘরানার।”

ছবিতে যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন,“এই সিনেমায় পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।”

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছেন, “দম সিনেমার গল্পটা অসাধারণ। আগে এ ধরনের গল্পে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার