Logo
Logo
×

বিনোদন

নতুন লুকে শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪১ পিএম

নতুন লুকে শাকিব

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা 'সোলজার'-এর লুক। এ নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। অভিনেতার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। সেখানে দেখা যায়, ক্লিন শেভড লুকে আয়নার সামনে ধরা দিয়েছেন শাকিব খান, তবে শুধু রয়েছে মোটা গোঁফ। আর এ নিয়ে সমালোচনার মুখে কিং খান। 

প্রশ্ন উঠেছে— শাকিব কি সত্যিই বলিউড অভিনেতা রণবীর কাপুরের লুক ‘কপি’ করলেন? নাকি নিজের সিনেমার ক্যারিয়ারের পুরোনো লুকে নতুন করে চমক দিলেন? এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে।

সামাজিক মাধ্যমে শাকিব খানের লুক প্রকাশের পরপরই ছবিটি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।

নেটিজেনদের অনেকেই শাকিবের এই লুককে রণবীর কাপুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করছেন। 

এক নেটিজেন লিখেছেন—রণবীর কাপুর লুকিং কপি মেরে দিল, শাকিব খানকেও ধরতে পারল না কেউ। আরেক নেটিজেন লিখেছেন—ভাই, একবার হলো সালমান খান, এখন হলো রণবীর কাপুর। অনেকেই অভিযোগ করছেন, শাকিব বলিউডের তারকাদের লুক অনুকরণ করছেন।

তবে এসব সমালোচনা অভিনেতার পক্ষ নিয়ে পাল্টা জবাব দিয়েছেন শাকিবভক্তরা। তাদের দাবি— শাকিব খানকে তার মতোই লাগছে। ভক্তরা মনে করিয়ে দিয়েছেন যে, এই লুকে শাকিব খানকে সর্বপ্রথম ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ সিনেমাতেই দেখা গিয়েছিল। ২২ বছর আগের সেই লুকই যেন ফিরে এসেছে ‘সোলজার’-এর মাধ্যমে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার