Logo
Logo
×

বিনোদন

জন্মদিনে শাকিব খানের সঙ্গে সুখস্মৃতি সামনে আনলেন অপু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম

জন্মদিনে শাকিব খানের সঙ্গে সুখস্মৃতি সামনে আনলেন অপু

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন (১১ অক্টোবর) সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে উঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে। কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

অপু বিশ্বাসকে নিজের জন্মদিনে উইশ করা প্রশ্নে একেবারেই আবেগঘন উত্তর দিলেন অভিনেত্রী, তিনটা উইশের মধ্যে আমার একটা কথাই থাকবে—আমি যেন একজন সফল মা হতে পারি। আমার সন্তানের জীবনটা নতুন, তার যাত্রাটাও নতুন। তিনি বলেন, সেখানে যেন আমি একজন পরিপূর্ণ মা হিসেবে পাশে থাকতে পারি। আমি চাই, সে যেন শিখে নেয়—ভালোবাসলেই ভালোবাসা পাওয়া যায়।

অপু বিশ্বাস ফিরলেন আবেগঘন মুহূর্তে, শাকিব খানের সঙ্গে কাজ আর ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিতে। শাকিবের কাছ থেকে জন্মদিনে উপহার পেতেন কিনা— এমন প্রশ্নে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি বলেন, সে তো নিজের জন্মদিনই মনে রাখত না। আমরা যখন কেক কেটে উদযাপন করতাম, তখন সে এসে বলত—ডায়েট করছি, এত খাবার কেন? 

অপু বিশ্বাস বলেন, ওর নিজের জন্মদিনই ঠিকমতো পালন করত না। সে সবসময় একটু রিজার্ভ থাকতে পছন্দ করে, হয়তো ভাবে—বললেই হালকা হয়ে গেলাম। প্রথম দিকে হয়তো শপ থেকে সালোয়ার কামিজ বা কসমেটিকস নিয়ে আসত; কিন্তু পরে মনে রাখার প্রয়োজন মনে করত না বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, স্ক্রিনে একজন মানুষ যতটা রোমান্টিক, বাস্তবে ততটাই আনরোমান্টিক। তবে শাকিব সবসময় হাসাতে ভালোবাসে। তখন আমি রোমান্টিক-আনরোমান্টিকের পার্থক্য বুঝতাম না বলেই হয়তো এমনটি লাগত বলে জানান অপু বিশ্বাস।

তার জন্মদিনে  আসা সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, আজকে আপনাদের সবাইকে পাশে পেয়ে আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার সন্তানের পর যদি কিছু খুব স্পেশাল বলতে হয়, তাহলে বলব—আপনারা। এই দিনটি আমি সারাজীবন মনে রাখব। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার