
বিয়ে করতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সারোয়ার। কনে সাবা সানজিদা রহমান মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কনের বাড়ি ঢাকার ওয়ারীতে, নানির বাড়ি সিলেটে।
গতকাল ১১ অক্টোবর ঢাকার ক্যান্টনমেন্টে তানজীব সারোয়ার ও সাবার আংটি বদলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তানজীব নিজেই।
শনিবার সন্ধ্যায় তিনি জানান, ‘হ্যাঁ, আমাদের আংটি বদল হয়েছে গতকাল। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় ছোট পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান করা হয়। সবাইকে জানানো হয়নি, বিয়ের সময় জানাব।’ তিনি আরও জানান, এখনো বিয়ের তারিখ ঠিক হয়নি, কারণ কনের দিক থেকে আনুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া চলছে।
কনে সম্পর্কে তানজীব বলেন, ‘আমাদের সম্পর্কটা বেশ আলাদা। ওদের বাড়ি ঢাকার ওয়ারীতে।’
অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে তিনি বলেন, ‘ওর সঙ্গে কথা হতো মাঝে মাঝেই। একসময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। তখন বেশ অবাক হয়েছিলাম। এখন সবকিছুই অন্য রকম লাগছে।’
তানজীব সারোয়ার সংগীতজগতে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেন ২০১১ সালে। সেবারই তাঁর প্রথম অ্যালবাম প্রকাশিত হয়।