Logo
Logo
×

বিনোদন

অপু বিশ্বাসের জীবনের ৫ ঘটনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ এএম

অপু বিশ্বাসের জীবনের ৫ ঘটনা

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন ছিল শনিবার। ১৯৮৩ সালের ১১ অক্টোবর তিনি বগুড়ার সদর উপজেলার সাতমাথা এলাকার কাকনারপাড়ায় জন্মগ্রহণ করেন। এই বিশেষ দিনে জেনে নিন তার জীবনের পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা।

এক

অপু বিশ্বাস চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মোট ৭২টি সিনেমায়। এই জনপ্রিয় জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—'কোটি টাকার কাবিন', 'চাচ্চু', 'দাদীমা', 'পিতার আসন', 'তোমার জন্য মরতে পারি', 'সন্তান আমার অহংকার', 'মনে প্রাণে আছ তুমি', 'ঢাকার কিং', 'মাই নেম ইজ খান', 'হিরো: দ্য সুপারস্টার', 'লাভ ম্যারেজ', 'রাজনীতি' ও 'সম্রাট'।

দুই

২০০৪ সালে আমজাদ হোসেন পরিচালিত 'কাল সকালে' সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপু বিশ্বাসের। তখন তিনি নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

তিন

২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত 'কোটি টাকার কাবিন' সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন অপু বিশ্বাস। এই সিনেমার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

চার

অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে শাকিব খানকে বিয়ে করেন। দীর্ঘদিন গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল বিকেলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে আনেন সেই বিয়ের খবর। ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে।

পাঁচ

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর অপু বিশ্বাস ও শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করে। স্টারকিডদের মধ্যে জয় বেশ আলোচিত। 

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার