যশের জন্মদিনে দাম্পত্যজীবনের অজানা কথা সামনে আনলেন নুসরাত?

জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:২৩ এএম

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত দুজনেই পেশায় অভিনেতা। তবে তাদের জীবনটাও সিনেমার থেকে কোনো অংশে কম নয়। একসময় নুসরাত তার বিয়ে বা মাতৃত্ব নিয়ে প্রায়ই শিরোনামে থাকতেন।ছেলে ঈশানের জন্মের পর খানিক থিতু হয় সেই জল্পনা। এবার যশের জন্মদিনে নিজের দাম্পত্যজীবনের অজানা কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
আবার দেখা গেছে, একটা সময় নিয়মিত একসঙ্গে সামাজিক মাধ্যমে শেয়ার করে নিতেন যশ ও নুসরাত। মাঝে সেই ধারায় খানিক ছেদ পড়ে। আর তাতেই সামাজিক মাধ্যমে শুরু হয় গুঞ্জন। নায়িকার নিন্দুকেরা বলতে শুরু করেন— চিড় ধরেছে তাদের সম্পর্কে। তবে শত্রুর মুখে ছাই দিয়ে নিজেদের সুখী দাম্পত্যের কথা সামাজিক মাধ্যমে জানালেন নুসরাত। যশের জন্মদিনে তাকে নিজের ‘মাথাব্যথা’র কারণ বলেও উল্লেখ করেন অভিনেত্রী।
এদিন সামাজিক মাধ্যমে নুসরাত লিখেছেন— সারা পৃথিবীর সঙ্গে লড়াই করেছি। আবার একে অপরের সঙ্গেও লড়েছি। একে অপরের কথায় হেসেছি, আবার একে অন্যকে দুঃখও দিয়েছি। ঝগড়া-অশান্তি করতে রীতিমতো সিদ্ধহস্ত আমরা। তুমি আমার মাথাব্যথার কারণ। তাও তোমার জন্মদিনে এক পৃথিবী শুভেচ্ছা ও সাফল্য কামনা করি।
এ শুভেচ্ছাবার্তার সঙ্গে নিজেদের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। যার মধ্যে একটি ছবিতে ছেলে ঈশানের জন্মের পরের মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে।