শাকিবের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া করতে চাইনি: তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম

গত জুলাইয়ে ‘ভালোবাসার মরশুম’ নামে একটি টালিউড সিনেমায় অভিনয় করার কথা ছিল ঢালিউড অভিনেত্রী তানজিন তিশার। এতে তার সঙ্গে থাকার কথা বলিউডের শরমন জোশির। কিন্তু এ বিষয়ে তিশা কোনো কথা না বললেও পরিচালক নিশ্চিত করেন তার অভিনয়ের বিষয়টি। গত মাসে শুটিং শুরুর কথা থাকলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে গুঞ্জন আছে— ভিসা জটিলতার কারণে সেই সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও শোনা যায়, সেই জায়গা দখল করেছেন অন্য এক নায়িকা। গুঞ্জনে মুখর হয়ে ওঠে সামাজিক মাধ্যম। নানা জল্পনা-কল্পনার ভিড়ে অবশেষে নীরবতা ভাঙলেন তিশা, জানালেন নিজের অবস্থান ও সিদ্ধান্তের পেছনের সত্যিটা।
তানজিন তিশা বলেন, দুটি সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। এ ছাড়া চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই তার অভিষেক হোক। চেয়েছি শাকিব খানের মতো তারকার সঙ্গেই সিনেমায় পা রাখতে।
উল্লেখ্য, প্রথমবারের মতো শাকিব খানের নায়িকা হয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে তানজিন তিশার। সব কিছু ঠিক থাকলে আগামীকাল ১১ অক্টোবর থেকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন তিশা।