ব্যাকলেস শেরওয়ানি গাউন, ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪৬ এএম

কালো পোশাক, কাজলকালো চোখে ‘মৃগনয়নী’ জয়া আহসান। বরাবরের ফ্যাশন সচেতন অভিনেত্রী। ৯ গজের বিস্ময়বস্ত্র হোক কিংবা পশ্চিমী পোশাক, জয়ার সাজকাহন বারবার মুগ্ধ করে এসেছে অনুরাগীদের। সম্প্রতি ব্ল্যাক বোল্ড লুকে আবারও নজর কেড়েছেন নায়িকা। তবে এবার পোশাকের কাটে আর শরীরী হিল্লোলেই উন্মাদনার পারদ চড়ালেন জয়া। ব্যাকলেস শেরওয়ানি গাউনে চল্লিশ পেরিয়েও যেন ষোড়শী তিনি।
ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্যের মেলবন্ধনে এই বিশেষ পোশাক ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করে। শেরওয়ানি স্টাইলের এই গাউনের বিশেষ আকর্ষণ ব্যাকসাইডের কারুকাজ। কলার দেওয়া শেরওয়ানির পিঠ থেকে কোমর পর্যন্ত উন্মুক্ত। দু’পাশে ঝুলিয়ে দেওয়া রাশি রাশি মুক্তোর ছড়া যেন জয়ার রূপে অতিরিক্ত ‘ছটা’ যোগ করেছে। যেখান থেকে উঁকি দিচ্ছে জয়ার উন্মুক্ত পিঠ। আর পোশাকের এই ডিজাইনটিতেই আবেদনের মাত্রা যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছে! কাঁধজুড়ে জরির সুতোর ভারী কাজ করা।
জয়ার সাজপোশাকে বিশেষ মাত্রা যোগ করেছে তার ওয়েস্টার্ন স্টাইলের হেয়ারস্টাইল। টাইট করে করে বাঁধা একদিকে খোপা। কানে মানানসই দুল। হালকা মেকআপ। ন্যুড লিপস্টিক আর কাজল চোখে জয়া আহসান যেন অপ্সরা। বন্ধগলা শেরওয়ানির জন্য কোনওরকম নেকপিস পরেননি ঠিকই, তবে নজর কাড়ল নায়িকার আঙুলের স্টেটমেন্ট আংটি। বোল্ড লুকে জয়ার দিক থেকে চোখ ফেরানো দায়! বাড়িতে পুরনো শেরওয়ানি থাকলে আপনিও দক্ষ দর্জিকে দিয়ে এহেন পোশাক বানিয়ে ফেলতে পারেন। তবে অনুষ্ঠান বুঝে এই পোশাক নির্বাচন করবেন।