কলকাতার ছবিতে না থাকার কারণ জানালেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৩:১৮ এএম

দুই মাস আগে গুঞ্জন উঠেছিল, টালিউডের একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরশুম’ নামের সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউড তারকা শারমন যোশির। সিনেমাটি পরিচালনা করছেন এম এন রাজ। একই সময়ে খবর আসে, তিশা বাংলাদেশের একটি বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে নায়ক শাকিব খান। শেষ পর্যন্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে নিশ্চিত করা হয়—তানজিন তিশাই হচ্ছেন ‘সোলজার’-এর নায়িকা।
প্রথমে দুই ছবির শুটিং সময়সূচি প্রায় একসঙ্গে পড়ে যাওয়ায় তিশার সামনে তৈরি হয় কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। শেষ পর্যন্ত তিনি নিজের দেশের প্রজেক্টকেই অগ্রাধিকার দেন। ফলে ‘ভালোবাসার মরশুম’ ছেড়ে দেন ‘সোলজার’-এর জন্য। তানজিন তিশা বলেন, ‘দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে ছিল। আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হোক। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।’
এর আগেও শাকিব খানের বিপরীতে ‘প্রেমিক’ সিনেমায় অভিনয়ের কথা ছিল তানজিন তিশার। রায়হান রাফি পরিচালনা করার কথা ছিল সেই ছবিটি, তবে সেটির শুটিং শুরুই হয়নি। অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে সেই বহুল প্রতীক্ষিত জুটি।
ভারতের সিনেমায় অভিনয়ের জন্য তানজিন তিশার ভিসা প্রয়োজন ছিল, কিন্তু শুটিং ঘনিয়ে এলেও তিনি ভিসা পাননি। পরে আর চেষ্টা করেননি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিশা বলেন, ‘আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ। তাই ‘সোলজার’-ই আমার প্রথম পছন্দ।’
এরই মধ্যে শুরু হয়েছে ‘সোলজার’-এর শুটিং, এতে অংশ নিয়েছেন তানজিন তিশা। আগামী ১১ অক্টোবর শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। দেশপ্রেমের গল্পে নির্মিত এই সিনেমার পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, ছবিটি মুক্তি পাবে বছরের শেষ দিকে অথবা আগামী বছরের দুই ঈদের মধ্যবর্তী কোনো সময়ে।
পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘দিন শেষে আমাদের গল্পটা আশার—যত সংকটেই পড়ি না কেন, আমরা আশাবাদী থাকি, সেই বার্তাই থাকবে ছবিতে।’