উত্তরে দেব যা বললেন তা কিন্তু চমকে দেয়ার মতো।
রুক্মিণীকে বিয়ে নিয়ে কী বললেন দেব?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৩:০৪ এএম

রাজনৈতিক পরিসরে হোক অথবা সিনেমা জগত, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া যদি একটাই নাম, দেব। দেব অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তি পেতেই একদিকে যেমন নেগেটিভ রিভিউ দেখতে পাওয়া যাচ্ছে তেমন অন্যদিকে পজিটিভ রিভিউতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
বিগত বেশ কয়েক দিনে কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সবকিছুর জবাব দিতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয় বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিতে দেখা দিয়েছে অভিনেতাকে।
তবে শুধু সিনেমা নয়, আরও একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম ছিনিয়ে নেন দেব। সেটি হল দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন দেব। একদিকে যখন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে অনেকেই ইতিমধ্যেই বাবা-মাও হয়ে গেছেন, সেখানে দাঁড়িয়ে এখনো কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা, এই প্রশ্ন বহুবার বহু জায়গায় করতে শোনা গেছে মানুষকে।
এবার আবারও সেই প্রশ্নের মুখোমুখি হলেন দেব। একটি মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে যখন দেবকে প্রশ্ন করা হয়, ‘তিনি কি টলিউডের সলমন খান? ভাইজানের মতো তিনিও কি সারা জীবন একাই জীবন কাটাবেন বলে মনে করছেন?’ উত্তরে দেব যা বললেন তা কিন্তু চমকে দেয়ার মতো।
দেব বলেন, ‘আমি কোনও খান হতে চাই না। দেব হয়েই আমি বেশ ভালোই আছি। যেখানে আছি, যার সঙ্গে আছে বেশ ভালোই আছি। তবে এই নয় যে আমি সিঙ্গল ব্যাচেলার লাইফ লিড করব।’
রুক্মিণীকে বিয়ে নিয়ে দেব বলেন, ‘বিয়ে হল ভাগ্যের ব্যাপার। তবে এই নয় যে আমি বিয়ে করতে চাই না। অবশ্যই করব। একটা প্ল্যান চলছে, খুব শীঘ্রই সবাই জানতে পারবে।’
দেবের এই মন্তব্য শুনে অনেকেই ভাবছেন তাহলে হয়তো খুব শীঘ্রই সুখবর শুনতে চলেছে গোটা বাংলা। তথা দেবের ভক্তরা। এবার হয়তো বিয়ের সানাই বাজতে চলেছে দীপক অধিকারীর বাড়িতে। তবে সেটা কবে, সেটা একমাত্র সময় বলতে পারবে।