Logo
Logo
×

বিনোদন

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন মিশা, নাঈম ও আমিন খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০২:৪২ এএম

ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন মিশা, নাঈম ও আমিন খান

ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত 'বেদের মেয়ে জোসনা' শুধু তার ক্যারিয়ারের নয়, ঢালিউডের ইতিহাসেও অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতা বর্তমানে অসুস্থ হয়ে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন।

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে এবং বর্তমানে তিনি থেরাপি নিচ্ছেন। ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ঢাকাই সিনেমার তিনজন অভিনেতা—মিশা সওদাগর, নায়ক নাঈম ও আমিন খান।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্র শিল্পের অন্যতম অভিভাবক। একসময় তিনি শিল্পী সমিতির সভাপতিও ছিলেন। তার অবদান অনস্বীকার্য। সবার মতো তিনি আমারও শ্রদ্ধার মানুষ।

তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর কিছুদিন আগে জেনেছি। পারিবারিকভাবে এটি গোপন রাখা হয়েছিল, তাই কাউকে বলিনি। এখন পরিবার থেকেই দোয়া চাওয়া হয়েছে। এই মানুষটি শুধু সিনেমার মানুষ নন, তিনি একজন সমাজ সচেতন মানুষ। তার গড়া 'নিরাপদ সড়ক চাই' উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে। আমি চাই, অসমাপ্ত কাজগুলো যেন তিনি শেষ করতে পারেন। 

মিশা সওদাগর আরও বলেন, দেশবাসীর কাছে আমার অনুরোধ, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি পুরোপুরি সুস্থ হয়ে যেন দেশে ফিরে আসতে পারেন। চলচ্চিত্রের নক্ষত্র ইলিয়াস কাঞ্চন। এক এক করে সিনিয়র ও গুণী শিল্পীরা হারিয়ে যাচ্ছেন। মন থেকে দোয়া করছি, ইলিয়াস কাঞ্চন ভাই যেন সুস্থ হয়ে উঠেন।

নব্বই দশকের সাড়া জাগানো নায়ক নাঈম বলেন, আমি প্রথমবার ইলিয়াস কাঞ্চনকে টাঙাইল জেলার করটিয়া জমিদাবাড়িতে দেখেছি। তখন আমি খুব ছোট ছিলাম। করটিয়া জমিদার বাড়ি আমার নানাবাড়ি। সেই ছোটবেলায় নালিশ সিনেমার শুটিং দেখার সময় তাকে প্রথম দেখি।

তিনি আরও বলেন, একসময় আমিও চলচ্চিত্রে অভিনয় শুরু করি এবং তখনই তার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই বোঝা যায়, তিনি একজন ভালো মানুষ—সহজ সরল ও নীতিবান। সিনেমায় তার অবদানও অনেক। রেকর্ডসংখ্যক সিনেমা যেমন করেছেন, তেমনই মানুষের মনে গেঁথে আছেন সুঅভিনয় দিয়ে।

নাঈম আরও বলেন, হঠাৎ করে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবর শুনে কষ্ট পেয়েছি, খুব খারাপ লেগেছে। একটাই চাওয়া—তিনি সুস্থ হয়ে ফিরে আসুক। 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনের মাধ্যমে মানুষের মনে তিনি বড় জায়গা করে নিয়েছেন। এই কাজটি যেন চলমান থাকে।

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন নায়ক আমিন খান। তিনি বলেন, খবরটি শোনার পর প্রচণ্ড খারাপ লেগেছে। ইলিয়াস কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের একজন অভিভাবক। সবচেয়ে বড় কথা, তিনি একজন ভালো মানুষ। 

আমিন খান আরও বলেন, ঢাকাই সিনেমা ও সমাজের রত্নও ইলিয়াস কাঞ্চন ভাই। তার সঙ্গে আমার শত শত স্মৃতি রয়েছে। সিনেমা করতে গিয়েই আমাদের পরিচয়। সবসময় মনে হয়েছে, তিনি একজন বড় ভাই। তাই তার এত বড় অসুস্থতার খবর আমাকে সত্যিই কষ্ট দিয়েছে। এখনো মন খারাপ আছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, কাঞ্চন ভাই যেন সুস্থ হয়ে উঠেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার