
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বের মুক্তির তারিখ ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। এবার ফিরছে প্রিয় চরিত্র ‘নেহাল’। তবে দর্শকদের মনে প্রশ্ন, ‘শিমুল’ কোথায়?
আগামী ৯ অক্টোবর বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৩৩ থেকে ৪০তম পর্ব। নতুন পর্বগুলোর অন্যতম আকর্ষণ নেহালের প্রত্যাবর্তন। একই সঙ্গে শিমুল চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
এবারের গল্প আবর্তিত হবে নেহালের ফেরাকে ঘিরে। কেন সে ফিরে এল? তার ফিরে আসা কি কাবিলা, পাশা, হাবু ভাইদের জীবনে নতুন ঝড় বয়ে আনবে? আগের সম্পর্কগুলো কি বদলে যাবে; এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে।
নির্মাতা কাজল আরেফিন অমি এ নিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘নেহালের ফিরে আসা ও শিমুলের অনুপস্থিতি, দুটোই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতেই পাওয়া যাবে।’
এদিকে বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখেই নতুন পর্বগুলো প্রকাশ করা হচ্ছে। তাদের আশা, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
উল্লেখ্য, ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে নতুন পর্বগুলো দেখতে দর্শকরা মাত্র ৪০ টাকায় প্রি-বুক করতে পারবেন বঙ্গ অ্যাপে।
আগামী ৯ অক্টোবর বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ৩৩ থেকে ৪০তম পর্ব। নতুন পর্বগুলোর অন্যতম আকর্ষণ নেহালের প্রত্যাবর্তন। একই সঙ্গে শিমুল চরিত্রকে ঘিরে তৈরি হয়েছে রহস্য, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
এবারের গল্প আবর্তিত হবে নেহালের ফেরাকে ঘিরে। কেন সে ফিরে এল? তার ফিরে আসা কি কাবিলা, পাশা, হাবু ভাইদের জীবনে নতুন ঝড় বয়ে আনবে? আগের সম্পর্কগুলো কি বদলে যাবে; এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন পর্বগুলোতে।
নির্মাতা কাজল আরেফিন অমি এ নিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘নেহালের ফিরে আসা ও শিমুলের অনুপস্থিতি, দুটোই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দর্শকদের সব প্রশ্নের উত্তর নতুন পর্বগুলোতেই পাওয়া যাবে।’
এদিকে বঙ্গ কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শকদের আগ্রহ ও চাহিদার কথা মাথায় রেখেই নতুন পর্বগুলো প্রকাশ করা হচ্ছে। তাদের আশা, এবারের গল্প দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
উল্লেখ্য, ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শিমুল শর্মা, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে নতুন পর্বগুলো দেখতে দর্শকরা মাত্র ৪০ টাকায় প্রি-বুক করতে পারবেন বঙ্গ অ্যাপে।