ফারুকীর পুরনো স্ট্যাটাস শেয়ার করে যা বললেন শাওন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম
জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বর্তমানে পর্দায় সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় সব সময়ই সরব তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। শোবিজ অঙ্গন হোক বা রাজনীতি, শাওনকে প্রায়ই লিখতে দেখা যায় ফেসবুকে। মাঝে মাঝেই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সরকারে থাকা দায়িত্বে থাকা লোকদের খোঁচাও দিতে দেখা যায় তাকে।
মঙ্গলবার (৭ অক্টাবর) ফারুকীর একটি পুরনো ফেসবুক স্ট্যাটাস স্ক্রিনশট দিয়ে পোস্ট করেন শাওন। যেখানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরুণ নেতৃত্বদের প্রশংসা করতে দেখা গেছে ফারুকীকে। ১০ বছর আগের অর্থাৎ ২০১৫ সালের ১৪ ডিসেম্বর সেই পোস্টে ফারুকী লিখেছিলেন, ‘এটা একটা ধন্যবাদ বার্তা।
ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী, এন্ড আওয়ার ভেরি ওউন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতর অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতর যে তরুণ শক্তি আছে, তাদের কারনেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলি না। এই শক্তি বেড়ে উঠুক শত গুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক।
সেই পোস্টের নিচে ফারুকী আরো লেখেন, ‘বিঃদ্রঃ কেনো এই ধন্যবাদ- এই প্রশ্ন করবেন না। কোনো উত্তর দিতে পারবো না। এবং এই সরকারের তরুণ শক্তিকে প্রশংসা করলাম কোনো একটা ইস্যুতে না, ইস্যু বেশ কয়টা।’
’ শাওনের এই পোস্ট যে ফারুকীকে খোঁচা মেরে, তা বুঝতে বাকী নেই অনুরাগীদের। মন্তব্যের ঘরেও যা স্পষ্ট করলেন শাওন। পোস্টে একজন মন্তব্য করেন, সেই মন্তব্যের জবাবে শাওন লেখেন, ‘না মানে গত ১৭ বছরে উনি কোথায় ছিলেন সেটাই দেখছি। ফ্যাসিস্টের দোসর ট্যাগপ্রাপ্তদের ওয়ালে কিন্তু এতো ধন্যবাদ নেই।’