
বছর পাঁচেক ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। শোবিজের মানুষদের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও অভিনয়ে নেই এই অভিনেত্রী।
সম্প্রতি দুর্গাপূজা উদযাপন করতে পরিবারকে না জানিয়ে হঠাৎ করেই দেশে এসেছেন তমালিকা কর্মকার। অভিনেত্রী জানিয়েছেন, মা-বাবার সঙ্গে পূজা উদযাপন করতেই কয়েক দিন আগে দেশে এসেছেন তিনি।
আর তার বাবাও অসুস্থ। তাই মা-বাবাকে দেখার জন্যই কাউকে না জানিয়ে সারপ্রাইজ দিতে ঢাকায় এসেছেন তিনি।
তমালিকা কর্মকার গণমাধ্যমে বলেন, ‘আমি যে দেশে আসব, সেটা আসলে আমারও পরিকল্পনায় ছিল না। কিন্তু পূজার আগে যখন বাবাকে ফোন করেছি, বাবা তখন বললেন, আমি দেশে থাকলে আমাকে নিয়ে তিনি মণ্ডপে ঘুরতেন।
এই কথাটা শুনে আসলে খুব খারাপ লাগল। তখনই মূলত পরিকল্পনা করি দেশে আসার। তবে কেউ তা জানত না। শুধু আমার দলের সুমন আর মোনা জানত।
এক সময় ঢাকায় আসলাম। বাসায় গেলাম।’
এরপর তিনি বলেন, ‘মা-বাবা আর চয়ন (নির্মাতা চয়নিকা চৌধুরী) দিদি আমাকে দেখে বিস্মিত হলেন। খুশিতে কেঁদেও দিলেন সবাই। আমিও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়লাম।
এই আবেগ এই ভালোবাসা আসলে ব্যাখ্যা করার মতো নয়। আসলে মানুষ বাঁচেই-বা কয় দিন। এরই মধ্যে সুখ-দুঃখ তো আছেই। এরই নাম জীবন। আর মা-বাবা তো চিরকাল থাকে না কারো। তাই যতটুকু সময় তাদের দেওয়া যায় ততটুকুই আমি মনে করি আজীবন সন্তানের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। আমি মা-বাবার সেই আশীর্বাদটুকু নিতে এসেছি।’
প্রিয় ঢাকাতে যখনই ফিরে আসি ভীষণ আবেগাপ্লুত হই। একটু একটু করে ঢাকা বদলে যাচ্ছে, কিন্তু আমার যারা প্রিয় মানুষ তারা এখনো সেই আগেরই মতো আছে। সবাই আমাকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’—যোগ করেন অভিনেত্রী।
জানিয়েছেন, সাময়িক ছুটি কাটিয়ে শিগগিরই আবার তার কর্মস্থল যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফিরে যাবেন তমালিকা।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে হঠাৎ করেই বিয়ের ঘোষণা দেন তমালিকা কর্মকার। ২০ জানুয়ারি সামাজিক মাধ্যমে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। তবে কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে—এ ব্যাপারে কিছুই জানাননি।
ঘনিষ্ঠদের ভাষ্যে, অনেক দিন আগেই বিয়ে করেছেন তমালিকা ও প্রভীন। অভিনেত্রীর খুব কাছের মানুষরা এ বিষয়ে জানতেন। তবে এই দম্পতির কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাতে চাননি।
তমালিকা কর্মকারকে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালে, চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘ব্ল্যাংক চেক’ নাটকে। এতে তার বিপরীতে ছিলেন আব্দুন নূর সজল। এরপর আর তাকে কোনো নাটকে দেখা যায়নি।