Logo
Logo
×

বিনোদন

৮৩ বছর বয়সেও সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন অমিতাভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

৮৩ বছর বয়সেও সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন অমিতাভ

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ৮৩ বছর বয়সেও পুরোদমে অভিনয় করে যাচ্ছেন। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি সঞ্চালনার কাজটিও যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অথচ তার লিভারের ৭৫ শতাংশই নাকি নষ্ট হয়ে গেছে। ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার পর ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয় লিভারের একটি বড় অংশ। তারপরও কীভাবে সুস্থ আছেন জানালেন বিগবি অমিতাভ।

আশির দশকের শুরুর দিকে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অমিতাভ। সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ বলেন, সেই সময় ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস। তিনি বলেন, সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এ রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার।

এ বর্ষীয়ান অভিনেতা বলেন, ২০০০ সালের আগ পর্যন্ত এই ভয়ানক বিষয়টি জানতে পারেননি তিনি। সেই সময় আবার যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গেছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তার লিভার।

অমিতাভ বলেন, তিনি এখন সুস্থ থাকতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন। মাছ-মাংসও খান না। ডাল, সবজি, রুটি খান। বেশিরভাগ দিন দই-ভাত খান। এ ছাড়া আমলা, তুলসীর রস খান। মদপান, ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন বলে জানান এ কিংবদন্তি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার