Logo
Logo
×

বিনোদন

বিয়ে না করেই সন্তানের মা হতে চান শ্রুতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০১:৪৬ এএম

বিয়ে না করেই সন্তানের মা হতে চান শ্রুতি

শ্রুতি হাসান

দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

অভিনেত্রী জানান, তিনি বিয়ে না করেই মা হতে চান। তার মতে, বিয়ের ধারণাটি বেশ ভীতিকর, যদিও আনুগত্য ও প্রতিশ্রুতির প্রতি তার বিশ্বাস রয়েছে।

তবে তিনি মনে করেন, সম্পর্ককে আইনি স্বীকৃতি দিতে কাগজপত্রের মাধ্যমে তা নিশ্চিত করা কিছুটা অস্বস্তিকর।

বিয়ের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হলেও, শ্রুতি মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার মতে, সন্তানের সঠিক লালন-পালনের জন্য দুটি অভিভাবকের উপস্থিতি গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতে সন্তানের জন্ম নেওয়ার পাশাপাশি দত্তক নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন।

দক্ষিণী সুপারস্টার কমল হাসানের কন্যা শ্রুতি হাসান বলিউডে অভিনয় করলেও সেখানে তেমন সাফল্য পাননি, তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা শ্রুতি জানান, তিনি যখন কোনো সম্পর্কের মধ্যে থাকেন, তখন পুরোপুরি মনোযোগ দেন, কিন্তু সম্পর্ক শেষ হলে তিনি অনেক দূরে চলে যান। তার মতে, জীবনে প্রতিটি সম্পর্কেরই একাধিক অধ্যায় থাকে, এবং তিনি সেগুলোর জন্য অনুশোচনা করেন না।

অভিনেত্রী আরো জানান, অনেক সময় নিজের অজান্তেই কাউকে আঘাত করেছি, কিন্তু যাদের কাছে আমি খুব কাছের, তাদের কাছে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই। অন্যদের জন্য কোনো আফসোস নেই।

এছাড়া, শ্রুতি হাসান রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন, যা শিগগিরই মুক্তি পাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন, প্রেম, বিচ্ছেদ কিংবা বোল্ড ফটোশুট— সবকিছুর ব্যাপারে খোলামেলা থাকতেই ভালোবাসেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার