বিজ্ঞাপন
লন্ডনে শুভ্র দেবের গোল্ডেন মেলোডি নাইট
আজিজুল আম্বিয়া, লন্ডন
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
বিজ্ঞাপন
লন্ডনের রমফোর্ডে অবস্থিত মেফেয়ার ভেন্যুতে আজ রোববার (২৫ জানুয়ারি ২০২৬) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে সংগীতানুষ্ঠান ‘গোল্ডেন মেলোডি নাইট উইথ শুভ্র দেব’। দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো হলরুম।
বাংলা আধুনিক ও জনপ্রিয় গানের সুরে সুরে দর্শকদের মোহিত করেন কণ্ঠশিল্পী শুভ্র দেব। হৃদয়ছোঁয়া পরিবেশনা ও সাবলীল উপস্থাপনায় পুরো সময়জুড়ে দর্শকদের মাঝে তৈরি হয় এক আবেগঘন আবহ। অনুষ্ঠানে তার সঙ্গে আরও কয়েকজন শিল্পী অংশ নেন, যারা গান ও পরিবেশনায় অনুষ্ঠানকে করে তোলেন আরও প্রাণবন্ত।
সন্ধ্যা ৬টায় দরজা খোলার পর থেকেই দর্শকদের আগমন শুরু হয়। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়। আয়োজকদের সুচারু ব্যবস্থাপনায় পুরো অনুষ্ঠানটি ছিল শৃঙ্খলাপূর্ণ ও উপভোগ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকরা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন মানসম্মত সাংস্কৃতিক আয়োজন প্রবাসে বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে। আয়োজকরাও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন