Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

শাকিব খানের বাবা হওয়া প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম

শাকিব খানের বাবা হওয়া প্রশ্নে যা বললেন অপু বিশ্বাস

বিজ্ঞাপন

দেশের শোবিজ অঙ্গণে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, আবারও কি মা হতে চলেছেন শবনম বুবলী? এমন প্রশ্ন উঠতেই সঙ্গে আরেকটি নাম চলে আসছে ভক্ত-অনুরাগীদের মনে, সেটা হলো শাকিব খান। এই সুপারস্টারই কি তাহলে আবার বাবা হচ্ছেন? এই বিষয়টি নিয়েই এখন নেটপাড়ায় আলোচনা তুঙ্গে। 

সম্প্রতি এ নিয়ে শাকিব খানের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে প্রশ্ন করা হয়। যার প্রতিউত্তরে অভিনেত্রী শুরুতেই বলে ওঠেন, ‘আচ্ছা তাই? আমি জানি না তো। কী হচ্ছে? এই আপনারা একটু আমাকে বলেন তো!’ 

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অপু। সেখানে অভিনেত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ খুব কম থাকি। স্যোশাল মিডিয়ায় এখন কোনো গুঞ্জন চলছে আমার জানা নেই। আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান, আপনারাই আমাকে বলুন।’ 

আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘আসলে একজন সেলিব্রেটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয়। ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায়। তবে ভাগ্য বলেন আর কারমা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তীর মারতে পছন্দ করি না।’ 

শেষে নায়িকা বলেন, ‘সত্যি কথা বলতে আমি অপু বিশ্বাস। আর আমার ক্যারিয়ারে অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান (শাকিব)। এছাড়া আমার ডিরেক্টর, প্রোডিউসার, সহশিল্পীরা ছিলেন। এগুলো ছাড়া আমি আসলে কী নিয়ে কথা বলবো। আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত।’ 

উল্লেখ্য, ২০০৮ সালে ভালোবেসে শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের সংসারে একমাত্র সন্তান আব্রাম খান জয় জন্ম নেয়। কিন্তু দুবছর পরই শাকিব-অপুর বিচ্ছেদ ঘটে। পরে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সে সংসারও বেশি দিন স্থায়ী হয়নি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার