বিজ্ঞাপন
পরপুরুষের সঙ্গে ছবি না তুলে প্রশংসায় ভাসছেন সানা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম
বিজ্ঞাপন
বছর ছয় আগে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন সাবেক বলিউড অভিনেত্রী সানা খান। তখন তিনি জানিয়েছিলেন, বিনোদন জগত ছেড়ে মানবসেবায় নিজেকে যুক্ত করতে এবং ইসলামের পথে জীবন কাটাতেই তার এই সিদ্ধান্ত। তবে কিছুদিন পর পরই নানা ইস্যুতে আলোচনায় আসতে দেখা যায় তাকে।
সম্প্রতি সানা খানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
২০২০ সালে অভিনয় থেকে বিদায় নেওয়ার কদিন পরই মুফতি আনাস সাইদকে বিয়ে করেন সানা। বিয়ের পর থেকেই তার পোশাক ও জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন নজরে আসে। এই দম্পতি বর্তমানে একসঙ্গে একটি পডকাস্ট শো পরিচালনা করছেন, যার দ্বিতীয় সিজন চলছে।
সেই অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে হাজির হন ‘বিগ বস’ তারকা বশির আলী। এই শো শেষে ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা দেন সানা, আনাস ও বশির। তখনকার একটি মুহূর্ত পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনা ডালপালা মেলতে শুরু করে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, তিনজন একসঙ্গে হাসিমুখে ছবি তোলার পর ফটোগ্রাফাররা এক পর্যায়ে সানাকে বশির আলীর সঙ্গে আলাদা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধ বিনয়ের সঙ্গে নাকচ করে দেন সাবেক বলিউড অভিনেত্রী। ভিডিওতে সানাকে বলতে শোনা যায়, ‘না, আমি এমন ছবি তুলি না।’ এ সময় বশির আলীও পরিস্থিতি সামলে বলেন, ‘আমাদের এমনই দূরত্ব থাকবে, আমরা তিনজন মিলে একটা গ্রুপ।’
ভিডিওটি নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই ভক্তরা সানার প্রশংসা করছেন। তার বর্তমান জীবনদর্শনের প্রতি সম্মান জানিয়েছেন তারা। বিগ বস দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর সালমান খানের সঙ্গে ‘জয় হো’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেছেন সাবেক এই বলিউড অভিনেত্রী।
বিজ্ঞাপন