Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

শাকিব খানের পরামর্শেই কি নীরব বুবলী, কারণ জানালেন নায়িকা নিজেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ এএম

শাকিব খানের পরামর্শেই কি নীরব বুবলী, কারণ জানালেন নায়িকা নিজেই

বিজ্ঞাপন

তারকা মানেই কৌতূহল, আর সেই কৌতূহল থেকে জন্ম নেয়া গুঞ্জন যেন নিত্যসঙ্গী। ক্যামেরার সামনে থাকা মানুষদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি সেই চেনা চক্রেই আবার আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ঘিরে যখন নেটদুনিয়া উত্তাল, তখন নীরবতার পথেই হাঁটছেন তিনি। তবে সেই নীরবতার কারণ এবার নিজেই ব্যাখ্যা করলেন অভিনেত্রী।

গত বছর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে যান শবনম বুবলী। সেই সফরের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর থেকেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। দেশে ফেরার পর বুবলীর চলাফেরা ও পোশাক-আশাক ঘিরে নতুন করে গুঞ্জন ছড়াতে থাকে দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি, এমনই দাবি করেন অনেকে।

এই প্রসঙ্গে বারবার গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়লেও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে চাননি বুবলী। বরং ‘পরে কথা হবে’ এই সংক্ষিপ্ত উত্তরেই বিষয়টি এড়িয়ে গেছেন তিনি। আর এতেই যেন জল্পনা আরও জোরালো হয়েছে। তবে গুজব, নেতিবাচক মন্তব্য আর সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা এসব সামলানোর কৌশল নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলেছেন শবনম বুবলী। সেখানে তিনি জানান, এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও আইডল ছেলে বীরের বাবা, চিত্রনায়ক শাকিব খান।

বুবলীর ভাষায়, শাকিব খান যেহেতু পরিবারের মানুষ, তার কাছ থেকেই অনেক কিছু শেখা। তিনি সব সময় একটা কথাই বলেন ,সব প্রশ্নের উত্তর দিতে নেই। তোমার কাজই তোমার হয়ে কথা বলবে। সবাই যে প্রশ্ন করে, তার পেছনে সদিচ্ছা থাকে, তা নয়। হিংসা, হতাশা থেকে অনেক কথাই বলা হয়। সেসবের জবাব দিতে গেলে কাজটাই আর করা হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো, নেতিবাচক মন্তব্য কিংবা এআই দিয়ে বানানো ভুয়া ভিডিও নিয়েও স্পষ্ট অবস্থান জানান বুবলী। তার মতে, এখন ভিউই অনেকের কাছে ব্যবসা। ইতিবাচক কথা বললে ভিউ আসে না বলেই ইচ্ছাকৃতভাবে নেতিবাচকতা ছড়ানো হয়। যত মিথ্যা, যত গুজব ভিউ তত বেশি। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন তিনি।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে এক অনুষ্ঠানে বুবলী বলেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকাটা স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন। তবে এমন কিছু বিষয়ে কথা বলার জন্য সময় ও উপযুক্ত উপলক্ষ থাকা প্রয়োজন। এই রহস্যময় নীরবতাই এখন নতুন করে আলোচনা উসকে দিচ্ছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার