Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

গ্রিন কার্ড আবেদন বাতিল মাহি ও জয়ের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

গ্রিন কার্ড আবেদন বাতিল মাহি ও জয়ের

বিজ্ঞাপন

বাংলাদেশের বহু শিল্পীই গেল কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন বা হওয়ার চেষ্টা করেছেন। ইতোমধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রীন কার্ড হাতে পেয়েছেন শাকিব খান, কাজী মারুফ, মোনালিসা, বিপ্লব,নওশীন, হিল্লোলসহ অনেক শিল্পী। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শিল্পীদের মধ্যে এ প্রবনতা বেড়ে যায়। গেল বছর গ্রিন কার্ডের আবেদন করেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তাদের দুজনেরই এ আবেদন বাতিল হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে বসবাসকারী কয়েকটি নির্ভরযোগ্য সূত্র খবরটি নিশ্চিত করেছেন। সবশেষ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা মাহিয়া মাহি গেল বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে যান। জানা গেছে, তিনি ভিজিট ভিসায় দেশটিতে যান। যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। তবে মার্কিন অভিভাসন কর্তৃপক্ষ তার আবেদন অসম্পূর্ণ ও তার দেওয়া তথ্যে গড়মিল পাওয়ার কারণ দেখিয়ে তা বাতিল করে দিয়েছে।

আরও জানা গেছে, নিয়ম অনুযায়ী ভিজিট ভিসায় গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করা যায় না। কমপক্ষে তিন মাস যুক্তরাষ্ট্রে থাকার পর আবেদন করতে হয়। কিন্তু মাহি এক মাসের মাথায় আবেদন করায়, তার আবেদনটি বিবেচিত হয়নি।

অন্যদিকে প্রায় এক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার চেষ্টা চালাচ্ছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাগরিকত্ব প্রক্রিয়া দ্রুত করতে তিনি উল্লেখযোগ্য অর্থ ব্যয় করেছিলেন। তিনি সেখানে তার স্ত্রী-সন্তানসহ গিয়েছিলেন। বাসা ভাড়া নিয়ে চাকরি শুরু করেছিলেন। শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল না পেয়ে তিনি দেশে ফিরে এসেছেন। তবে মাহি এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। নতুন কোনো কাজেও তাকে দেখা যায়নি। তার ভিসার মেয়াদ আর অল্প কয়েকদিন রয়েছে বলে জানা গেছে।

তবে যুক্তরাষ্ট্র প্রবাসী অনেক বাংলাদেশি শিল্পী বলছেন, বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমলের কঠোর অভিবাসন নীতির প্রভাবের সঙ্গে সম্পর্কিত। শোবিজে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং অন্য শিল্পীদেরও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রক্রিয়া নিয়ে আরও সতর্ক হতে দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার