বিজ্ঞাপন
সমালোচকদের মোক্ষম জবাব দিলেন এআর রহমানের দুই মেয়ে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
বিজ্ঞাপন
সুরের জাদুকর এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কে রাজনীতিবীদ থেকে শুরু করে শোবিজের অনেক তারকা তার সমালোচনা করছেন। তবে এসব গায়ে মাখছেন না অস্কারজয়ী এই সুরকার। শুধু তাই নয়, তার মেয়েরাও বাবার পাশে দাঁড়িয়ে সমালোচনাকারীদের মোক্ষম জবাব দিয়েছেন।
সম্প্রতি তার দুই মেয়ে খাতিজা ও রহিমা ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। পোস্টটি মূলত মালয়ালম সঙ্গীত রচয়িতা কৈলাস মেননের লেখা, যার শিরোনাম- ‘অসম্মতি, কিন্তু অসম্মান করো না’।
এআর রহমানের দুই মেয়ে কৈলাসের এই লেখাটিই নিজেদের ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার করেন। সেখানে বলা হয়, যারা এআর রহমানকে তার মনের কথা বলার জন্য দোষারোপ করছেন, তারা একটি মৌলিক বিষয় উপেক্ষা করছেন। রহমান কেবল তার অনুভূতি প্রকাশ করেছেন- এটি তার অধিকার। কেউ তার সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু তার অভিজ্ঞতা প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতে পারেন না।
কৈলাস মেনন আরও উল্লেখ করেন, রহমানের বক্তব্যের পর যে প্রতিক্রিয়া দেখা গেছে, তা মতবিরোধের সীমা ছাড়িয়ে ‘অপব্যবহার ও চরিত্রহননের’ পর্যায়ে পৌঁছে গেছে। একজন বিশ্বখ্যাত শিল্পীকে অসম্মান করা, তার বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা, তার সাম্প্রতিক কাজ নিয়ে উপহাস করা কিংবা তার জীবনের অভিজ্ঞতাকে ‘ভিকটিম কার্ড’ হিসেবে আখ্যা দেওয়া—এসব সমালোচনা নয়, বরং ঘৃণামূলক বক্তব্য।
এই বিতর্কের প্রেক্ষিতে রোববার (১৮ জানুয়ারি) এআর রহমান নিজেও ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তার মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি জানান, কারো অনুভূতিতে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। ভিডিও বার্তায় রহমান বলেন, ‘সঙ্গীত সবসময় আমার কাছে সংস্কৃতিকে যুক্ত করার, উদযাপন করার এবং সম্মান করার মাধ্যম। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার ঘর। আমার উদ্দেশ্য সবসময়ই সঙ্গীতের মাধ্যমে উন্নীত করা, সম্মান করা ও সেবা করা। ’ এছাড়া তিনি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে সেই মন্তব্যটি করেননি বলেও উল্লেখ করেন।
এর আগে, বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, সাম্প্রতিক বছরগুলোতে হিন্দি চলচ্চিত্র শিল্পে তার কাজ কমে যাওয়ার পেছনে গত আট বছরে ‘ক্ষমতার গতিশীলতার পরিবর্তন’ ভূমিকা রেখেছে এবং সেটিকে তিনি সম্ভবত একটি ‘সাম্প্রদায়িক বিষয়’ বলেও উল্লেখ করেন। এই পরিস্থিতিকে ইন্ডাস্ট্রির ভেতরের কিছু বাস্তবতার প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেছিলেন।
তবে এত বিতর্কের মাঝেও এসব সমালোচনা গায়ে না মেখে কাজের ক্ষেত্রে দক্ষিণ ও বলিউডে খুব ব্যস্ত সময় পার করছেন এআর রহমান।
বিজ্ঞাপন