বিজ্ঞাপন
যৌনরোগে আক্রান্ত দিশার বর্তমান প্রেমিক, ঘনিষ্ঠতা নিয়েও গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ এএম
বিজ্ঞাপন
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও সংগীতশিল্পী তালবিন্দরের সম্পর্ক যখন আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় হাওয়া সৃষ্টি করেছেন গায়কের সাবেক প্রেমিকা সোনি কৌর। তিনি ইঙ্গিতপূর্ণ পোস্টে জানিয়ে দিয়েছেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনরোগ নয়, বরং মানুষের দুর্ভাগ্যও সম্পর্কিত।
জানা গেছে, অভিনেত্রী দিশার জীবনে অতীতে টাইগার শ্রফের নাম উঠে এসেছে। তবে বর্তমানে গায়ক ও সংগীত প্রযোজক তালবিন্দর সিং সিধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছে। ইনডিপেনডেন্ট মিউজিক দুনিয়ায় তালবিন্দর ইতোমধ্যেই নামডাক তৈরি করেছেন। শৈশবের কিছুটা সময় সান ফ্রান্সিসকোতে কাটানো এই গায়ক পশ্চিমা ঘরানার হিপহপের সঙ্গে পরিচিত। ২০১৮ সালে সংগীত জগতে আত্মপ্রকাশের পর বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তিনি।
নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে তাদের সম্পর্কের রেশ নজর কাড়ে। নতুন প্রেমিকের সঙ্গে দিশার ‘বেস্ট ফ্রেন্ড’ মৌনি রায়ের ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, পাপারাৎসিদের ফ্ল্যাশ থেকে তালবিন্দরকে রক্ষা করতে প্রাণপণ ছুটছেন মৌনি। ককটেল পার্টিতে দিশা ও তালবিন্দরের খোশগল্পও মুহূর্তের ফ্রেমে ধরা পড়ে।
সোনি কৌরের পোস্টের পর নেটিজেনদের মধ্যে জোর আলোচনা শুরু হয়। প্রশ্ন উঠেছে, তাহলে কি দিশা-পাটানি ‘বিশেষ বন্ধুর’ সঙ্গে যুক্ত কোনো স্বাস্থ্যঝুঁকিতে আছেন? এই সমালোচনার মধ্যে গায়ক-অভিনেত্রী এখনও মুখ খোলেননি। তবে নূপুর শ্যাননের বিয়েতে ভাইরাল হওয়া ভিডিও এবং মুহূর্তগুলো এখন বলিউডে তোলপাড় সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন