Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

বিবাহবার্ষিকীতে স্বামীর ‘উপহার’ ডিভোর্স নোটিশ!

বিজ্ঞাপন

বলিউডের আলোঝলমলে দুনিয়া থেকে অনেকটাই দূরে থাকলেও ব্যক্তিগত জীবনের তীব্র টানাপোড়েন নিয়ে আবারও আলোচনায় অভিনেত্রী সেলিনা জেটলি। তবে এবার কোনো সিনেমা নয়, স্বামীর কাছ থেকে পাওয়া এক নির্মম ‘উপহার’ এবং সন্তানদের ফিরে পাওয়ার আকুলতাই উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।

সেলিনা নিজেই জানিয়েছেন, বিয়ের ১৫তম বার্ষিকীতে স্বামীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ। সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে জীবনের এই বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরেন তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শুরুতে বিবাহবার্ষিকীর দিন পিটার হাগ তাকে জানান, বিশেষ উপহার কিনতে তিনি কাছের পোস্ট অফিসে যাবেন। ভালোবাসার মানুষটিকে নিজেই গাড়ি চালিয়ে সেখানে নিয়ে যান পিটার। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তটি মুহূর্তেই বদলে যায় দুঃস্বপ্নে, যখন গয়না বা স্মারকের বদলে সেলিনার হাতে তুলে দেওয়া হয় ডিভোর্সের কাগজপত্র।

আরও পড়ুন
শুধু বিচ্ছেদই নয়, অস্ট্রিয়া ছাড়ার ভয়াবহ রাতের কথাও স্মৃতিচারণ করেছেন সেলিনা। তার লেখায় উঠে এসেছে, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টায় প্রতিবেশীদের সহায়তায় তিনি কোনোমতে দেশ ছাড়েন। তখন তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল খুব সামান্য অর্থ। সেই সম্বল নিয়েই ভারতে নিজের বাড়িতে ফিরে আশ্রয় নেন তিনি।

সেলিনার অভিযোগ, বিয়ের আগেই ২০০৪ সালে কেনা তার ব্যক্তিগত সম্পত্তির ওপরও স্বামী দাবি করেছেন। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের মানসিকভাবে প্রভাবিত করা এবং ভয় দেখানোর অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার