Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

জেফার–রাফসান বিয়ে করেছেন ‘চার দিন’ আগেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:১৯ এএম

জেফার–রাফসান বিয়ে করেছেন ‘চার দিন’ আগেই

বিজ্ঞাপন

সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব চার দিন আগেই পারিবারিকভাবে বিয়ে করেছেন। বুধবার তারা সেরেছেন বন্ধু ও আত্মীয়-স্বজনদের নিয়ে ‘বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা’।

ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে হয়েছে সেই আয়োজন।

সেখানে উপস্থিত এক পরিচালক বলে গ্লিটজকে বলেন, “গত ১০ জানুয়ারি বিয়ে করেছেন তারা। জেফারের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

“ঘরোয়া আয়োজনেই গায়ে হলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা করেছেন তারা। আজ (বুধবার) সবাইকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে। গান, আড্ডা, আনন্দ বেশ সুন্দর অনুষ্ঠান হচ্ছে। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা।”

বিয়ে পরবর্তী অনুষ্ঠানে দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা হাজির হন। মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ, সুনেরাহ বিনতে কামাল, শিহাব শাহীন, শাহরিয়ার শাকিল, তানজিম হাসান অনিকসহ অনেক অতিথি থেকেছেন সেই আয়োজনে।

এর আগে বুধবার দুপুরে বিয়ের খবর দিয়ে ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন রাফসান। যেখানে ঘরোয়া আয়োজনে তাদের গায়েহলুদ থেকে বিয়ের আনুষ্ঠানিকতার বিভিন্ন মুহূর্ত উঠে এসেছে।

সেই ভিডিওতে জেফার রাফসানকে প্রশ্ন করেন, তাকে বিয়ে করে রাফসানের কেমন লাগছে?

জবাবে রাফসান বলেন, “ফুল ফিলিং, জীবনে আগে অনেক কিছু ঘটছিল এবং এক ধরনের অস্থিরতা ছিল। কিন্তু বর্তমানে সবকিছু শান্ত মনে হচ্ছে।”

বুধবার ফেইসবুকে বিয়ের কয়েকটি ছবি একই সময়ে পোস্ট করেন রাফসান ও জেফার। জীবনে চলার পথে নতুন যাত্রার শুরুতে দোয়া চেয়েছেন দুজনে।

ছবি পোস্ট করার পরপরই কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তার বন্যা বয়ে যায়।

এটি রাফসানের দ্বিতীয় বিয়ে।

রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা ছিল অনেকদিনের। তবে রাফসান বা জেফার কেউই তাদের সম্পর্ক স্বীকার করেননি কখনোই।

বিদেশে রাফসান ও জেফারের একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে কথা শুরু হলেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা । রাফসান বরাবরই বলে আসছেন, তিনি ব্যক্তিগত বিষয় ব্যক্তিপর্যায়েই রাখার পক্ষে।

জেফারও একবার সাংবাদমাধ্যমে বলেছিলেন, পাবলিক কমেন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার মন্তব্যের ওপর ভিত্তি করে প্রেমের গল্প বানানো ঠিক নয়।

এরমধ্যে কিছুদিন আগে সানিয়া সুলতানা এশার সঙ্গে রাফসান তার তিন বছরের সংসার ভাঙার খবর নিজেই জানান সামাজিক যোগাযোগমাধ্যমে।

তখন ফের জেফারের সঙ্গে তার সম্পর্কের বিষয় নিয়ে কানাঘুষো শুরু হয়।

এরপর সোশাল মিডিয়ায় ১৫ মিনিটের একটি ভিডিও বার্তায় রাফসান বলেছিলেন, হুট করে নয়; বরং দেড় বছর ধরেই তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ নিয়ে তার স্ত্রী ও দুই পরিবারের সঙ্গেও আলোচনা করেছিলেন বলেন রাফসানের ভাষ্য ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার