বিজ্ঞাপন
বিয়ের মঞ্চে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার-প্রীতম, নাচলেন সাবিলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১১ এএম
বিজ্ঞাপন
ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। বুধবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। মঞ্চে উঠে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। এ সময় তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বর রাফসান সাবাব। একই মঞ্চে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকেও।
অনুষ্ঠানের এই মুহূর্তের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টের দুই ঘণ্টার মধ্যেই এতে ২৪ হাজারের বেশি লাইক ও প্রায় ৩০০ শেয়ার দেখা যায়।
উল্লেখ্য, গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’-এ গানটি গেয়েছিলেন প্রীতম হাসান ও জেফার রহমান। ওই গানে ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী সাবিলা নূর।
জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আসর ছিল তারকায় ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজ অঙ্গনের আরও অনেক পরিচিত মুখ।
বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পোস্ট করার এক ঘণ্টার মধ্যেই ভিডিওটি প্রায় ৮ লাখবার দেখা হয় এবং এতে ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।
নবদম্পতিকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘এটা সত্যিই অপূর্ব সুন্দর। চোখ ফেরানো যাচ্ছে না। দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে আল্লাহ যেন তাদের আশীর্বাদে ভরিয়ে দেন।’

নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’
সংগীতশিল্পী শঙ্খ দাশগুপ্ত লেখেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা।’
পরিচালক শিহাব শাহীনও নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানিয়েছেন।
বিজ্ঞাপন