বিজ্ঞাপন
বিয়েতে বোনের উপর প্রকাশ্যেই মেজাজ হারালেন কৃতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম
বিজ্ঞাপন
সদ্যই গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। শনিবার (১০ জানুযারি) ভারতের উদয়পুরে তারা গাঁটছাড়া বাধেন। বিয়ের তিনদিন পর মুম্বাইয়ে আয়োজন করেন প্রীতিভোজের, যেখানে নামী-দামী সব বলিউড তারকাদের উপস্থিতি দেখা গেছে।
এতসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বেশ ব্যস্ত সময়ই পার করতে হয়েছে ‘ককটেল ২’খ্যাত অভিনেত্রীকে। তবে এর মাঝেও বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গেছে কৃতিকে, যা পাপারাজ্জিদের নজর এড়ায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে। বিষয়টি নিয়ে নেটিজেনরাও নিজেদের অভিব্যক্তি প্রকাশ করছেন।
কিছুদিন আগেই বিদেশে বাগদান সম্পন্ন করেছেন নূপুর ও স্টেবিন। কৃতির বোনকে হিরার আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। তার পরে উদয়পুরে প্রথমবার খ্রিস্টান মতে ও দ্বিতীয়বার হিন্দু রীতি মেনে বিয়ে হয় তাদের।
পরে মঙ্গলবার (১৩ জানুয়ারি) মুম্বাইয়ে প্রীতিভোজের দিনও নূপুরের সঙ্গে বেশ চিৎকার করেই কথা বলতে শোনা যায় কৃতিকে। যদিও দুই বোনের কথা স্পষ্ট বোঝা যায়নি, তবে যে কারণেই হোক বড় বোন যে নূপুরকে ভালই বকা দিচ্ছেন সেটা বোঝা যায়।
ভিডিওতে দেখা যায়, প্রথমে নূপুর বড় বোনকে পাল্টা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু হাসিমুখে চেষ্টা করেও লাভ হয়নি। কৃতি হয়তো তখন এতটাই রেগে ছিলেন যে কারো কথা শুনতে নারাজ। তাই কিছুটা বিষণ্ণ মুখেই অনুষ্ঠানকক্ষের ভেতরে ঢুকে যান নূপুর।
তবে ভিডিও দেখে নেটিজেনদের বক্তব্য, এত বড় বিয়ের অনুষ্ঠানে বোনদের মাঝে টুকটাক কথা কাটাকাটি বা মতের অমিল হতেই পারে। এটা খুবই স্বাভাবিক। বড় বোন তো ছোট বোনকে শাসন করতেই পারেন।
বিজ্ঞাপন