Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

জেফার-রাফসানকে নিয়ে আলোচনা তুঙ্গে, জানা গেল বিয়ের সময়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

জেফার-রাফসানকে নিয়ে আলোচনা তুঙ্গে, জানা গেল বিয়ের সময়

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে যে সম্পর্কটি নিয়ে গুঞ্জন আর কৌতূহল ছিল অবশেষে সেটা প্রকাশ্যে আসলো। জনপ্রিয় গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব বুধবার ( ১৪ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। সকালে গায়ে হলুদের আয়োজন, আর সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতায় শুরু হচ্ছে তাদের নতুন জীবনের পথচলা।

উভয়ের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঢাকার অদূরে আমিনবাজার এলাকার একটি রিসোর্টে সীমিত পরিসরে আয়োজন করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের কাছের মানুষদের নিয়েই হচ্ছে আয়োজন। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে দাওয়াত পৌঁছে গেছে। যদিও এ বিষয়ে জানতে চাইলে জেফার রহমান কোনও মন্তব্য করতে রাজি হননি। বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

প্রায় এক বছর ধরেই জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে দেখা গেলেও, দুজনই নিজেদের ভালো বন্ধু বলেই পরিচয় দিতেন। ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে অনাগ্রহী থাকার কথাও বিভিন্ন সময় জানিয়েছেন জেফার।

তবে সেই নীরবতার আড়ালেই গড়ে উঠেছিল বোঝাপড়া ও ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠজনদের ভাষ্য, দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে সম্পর্কটি গভীর হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়। গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ড ভ্রমণের সময় তাদের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর আলোচনা আরও জোরালো হয়।

উল্লেখ্য, রাফসান সাবাব ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি টানেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিষয়টি জানিয়ে তিনি বলেছিলেন, সম্মান বজায় রেখেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার