Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

জেফার-রাফসানের বিয়ে নিয়ে যা জানা গেল

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৪:৫৬ এএম

জেফার-রাফসানের বিয়ে নিয়ে যা জানা গেল

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরেই গুঞ্জন―চুপিসারে প্রেম করছেন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাব। যদিও এ ব্যাপারে কখনো সরাসরি মন্তব্য করতে দেখা যায়নি তাদের। বারবার অবশ্য এটিকে বন্ধুত্ব বলেছেন তারা। এরইমধ্যে জানা গেল, অন্তরালে থাকা সেই প্রেমকে এবার পরিণয়ে রূপ দিতে যাচ্ছেন এই দুই তারকা।


বুধবার (১৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জেফার ও রাফসান। সূত্রের বরাত জানা গেছে, বিয়ের ব্যাপারে সপ্তাহখানেক ধরেই পরিকল্পনা চলছে। বুধবার রাজধানীর নিকটস্থ আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তারপরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনবেন তারা।

জেফার ও রাফসানের মধ্যকার বন্ধুত্ব বেশ দীর্ঘদিনের। বন্ধুত্ব থেকেই পরস্পর জানাশোনা। আর সেখান থেকেই এই বিয়ের সিদ্ধান্ত। তবে তাদের মধ্যকার প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এ নিয়ে নানা চর্চা হতে থাকে। তারপর বিভিন্ন সময় দেশ ও দেশের বাইরে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের।


এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান। এর কয়েক বছর পরই বিচ্ছেদ হয় তাদের। ২০২৩ সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানেন রাফসান।

তিনি ওই সময় ফেসবুকে লিখেছিলেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি টানতে হয়েছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

তখন তিনি বিচ্ছেদের কথা জানালেও তার স্ত্রী সানিয়া সুলতানা এশা জানিয়েছিলেন―বিচ্ছেদ চাননি তিনি। আর তখনই রাফসানের সঙ্গে জেফারের মধ্যকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়।

প্রসঙ্গত, রাফসান দেশের আলোচিত উপস্থাপকদের একজন। কলেজে পড়ালেখার সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত তিনি। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তার কাজের সুযোগ হয়।

২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’র। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপরে রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। সবশেষে লঞ্চ করেন ইউটিউব শো ‘হোয়াট অ্যা শো’। যা এখন জনপ্রিয় শোর মধ্যে অন্যতম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার