বিজ্ঞাপন
পাকিস্তানি সিরিয়াল থেকে নাটক ‘এটা আমাদেরই গল্প’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম
বিজ্ঞাপন
দেশীয় টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে প্রশংসা কুড়ালেও শুরু থেকেই এটি নিয়ে চলছে তুমুল বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক নাটকটির গল্পের সঙ্গে পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এর মিল খুঁজে পাওয়ার দাবি করছেন।
এই বিতর্কের প্রেক্ষিতে প্রথমবারের মতো মুখ খুলেছেন নাটকটির নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এক সাক্ষাৎকারে তিনি জানান, নাটকটির গল্প কোনোভাবেই সরাসরি অনুকরণ নয়, বরং একটি কনসেপ্ট থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা গল্পের মূল ভাবনাটি নিয়েছি অনুপ্রেরণা হিসেবে। তবে সেটিকে বাংলাদেশের সংস্কৃতি, পারিবারিক বন্ধন, সামাজিক চাপ এবং আবেগের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে নির্মাণ করেছি।”
নির্মাতার দাবি, নাটকটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন দর্শকদের কাছে এটি পুরোপুরি দেশীয় গল্প হিসেবেই ধরা পড়ে। “দর্শক যেন এক মুহূর্তের জন্যও মনে না করেন এটি বিদেশি গল্প—এটাই ছিল আমাদের সবচেয়ে বড় লক্ষ্য,” যোগ করেন তিনি।
‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা মিঠু ও দীপা খন্দকারসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। অন্যদিকে, পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির।
নির্মাতার ব্যাখ্যার পর অনেক নেটিজেনই নাটকটিকে অনুকরণ নয়, বরং একটি বাংলাদেশি রূপান্তর হিসেবে দেখছেন। তাদের মতে, গল্পের কাঠামোতে মিল থাকলেও উপস্থাপনা, চরিত্রের আচরণ এবং সামাজিক প্রেক্ষাপট নাটকটিকে আলাদা পরিচয় দিয়েছে।
বিজ্ঞাপন