Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

ঘুমের মধ্যে গায়কের মৃত্যু, অভিশপ্ত সেই রাতের বর্ণনা স্ত্রীর মুখে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

ঘুমের মধ্যে গায়কের মৃত্যু, অভিশপ্ত সেই রাতের বর্ণনা স্ত্রীর মুখে

বিজ্ঞাপন

ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ইন্ডিয়ান আইডল জয়ী প্রথম বাঙালি কণ্ঠশিল্পী প্রশান্ত তামাং। রোববার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে সংগীতপ্রেমীদের মধ্যে। এবার স্বামীর শেষ রাতের কথা জানালেন প্রশান্তের স্ত্রী মার্থা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মার্থা বলেন, ‘এটি স্বাভাবিক মৃত্যু। তিনি ঘুমের মধ্যেই আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তখন ঠিক তাঁর পাশেই ছিলাম।’

স্বামীর মৃত্যুতে শোকাহত মার্থা প্রশান্তের অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে আমি ফোন পাচ্ছি—চেনা-অচেনা অনেক মানুষই যোগাযোগ করছেন। অনেকে ফুল নিয়ে এসেছেন, আমার বাড়ির বাইরে ভিড় জমিয়েছেন। তবে শেষ শ্রদ্ধা জানাতে চাইলে সবাইকে হাসপাতালে আসতে হবে।’

ভক্তদের ভালোবাসায় আপ্লুত মার্থা আরও বলেন, ‘শুধু আজ নয়—এতদিন ধরে যেভাবে আপনারা ওকে ভালোবেসেছেন, মেসেজ দিয়েছেন, রিল বানিয়েছেন, গান শেয়ার করেছেন—তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। দয়া করে ওকে এভাবেই ভালোবাসবেন। সে সত্যিই একজন মহান মানুষ ছিল।’

৪৩ বছর বয়সে প্রয়াত প্রশান্ত তামাং ২০০৭ সালে ইন্ডিয়ান আইডল সিজন–৩-এ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন। তাঁর হাত ধরেই প্রথম কোনো বাঙালি শিল্পী জনপ্রিয় এই রিয়েলিটি শোর শিরোপা জয় করেন। দার্জিলিংয়ের বাসিন্দা প্রশান্ত সংগীতজগতে আসার আগে ছিলেন সাধারণ পুলিশ সদস্য। কলকাতা পুলিশের অর্কেস্ট্রায় গান গাইতেন তিনি।

ইন্ডিয়ান আইডল জয়ের পর রাতারাতি তারকাখ্যাতি পান প্রশান্ত। শো থেকে বেরিয়ে প্রকাশ করেন ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’, যা ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর হিন্দি ও নেপালি ভাষায় উপহার দেন অসংখ্য জনপ্রিয় গান। নেপালি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ওটিটি দর্শকরাও তাঁকে নতুনভাবে আবিষ্কার করেন আমাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘পাতাললোক’ সিজন ২-এ অভিনয়ের মাধ্যমে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার