বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মাত্র তিন মাস আগেই ভারতীয় এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সাতপাকে বাঁধা পড়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ অভীকা গৌর। ‘বালিকা বধূ’ সিরিয়ালের আনন্দী হিসেবে যিনি দীর্ঘ দেড় দশক ধরে দর্শকের অন্দরমহলে জায়গা করে নিয়েছেন, এবার তাঁকে ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
টিনসেল টাউনের কানাঘুষা, বিয়ের তিন মাসের মধ্যেই নাকি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন অভীকা। এই জল্পনার আগুনে ঘি ঢেলেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী মিলিন্দ চাঁদওয়ানিকে সঙ্গে নিয়ে একটি পোস্টে তিনি লেখেন, ‘২০২৬ সালে আমাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে…’
এই একটি লাইনের ইঙ্গিতেই নেটপাড়ায় শুরু হয় নানা আলোচনা। জীবনের নতুন অধ্যায় নিয়ে যে তাঁরা দুজনেই ভীষণ উচ্ছ্বসিত, সেটাও স্পষ্ট করে জানান অভীকা ও মিলিন্দ।
এ প্রসঙ্গে নিজের ভ্লগে স্বামীকে পাশে বসিয়ে ‘বালিকাবধূ’ অভিনেত্রী বলেন, “আমাদের জীবনের এই পরিবর্তনটা আমরা আগে থেকে অনুমান করিনি। কোনো পরিকল্পনাও ছিল না।
সত্যি বলতে, এটা নিয়ে কখনো স্বপ্নও দেখিনি। কিন্তু এটা যেমন আমাদের কাছে বড় খবর, তেমনই অত্যন্ত আশ্চর্যজনকও।”
এরপর স্বামীর দিকে তাকিয়ে অভীকা প্রশ্ন করেন, ‘তুমি কি নার্ভাস?’ উত্তরে মিলিন্দ বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। তবে হ্যাঁ, একটু নার্ভাসও বটে!’
এই কথোপকথনের ভিডিও ভাইরাল হতেই অভীকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরো জোরদার হয়।
যদিও এখনই সব কিছু স্পষ্ট করে বলতে নারাজ অভিনেত্রী। রহস্য বজায় রেখেই তিনি জানিয়েছেন, এই খবর থাকলে তা তাঁরা নিজেদের ইউটিউব চ্যানেলেই প্রকাশ করবেন।
উল্লেখ্য, ২৮ বছর বয়সী অভীকা গৌর টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও নিয়মিত কাজ করছেন। তবে শৈশবে ‘বালিকা বধূ’ ধারাবাহিকে আনন্দীর চরিত্রে অভিনয় করেই ঘরে ঘরে জনপ্রিয়তা পান তিনি। আজও বহু দর্শকের কাছে তিনি ‘আনন্দী’ হিসেবেই পরিচিত।
২০২০ সালে মিলিন্দ চাঁদওয়ানির সঙ্গে অভীকার প্রেমের শুরু। পেশায় ব্যবসায়ী ও সমাজসেবক মিলিন্দের সঙ্গে গত বছরের সেপ্টেম্বরের শেষদিকে ‘পতি পত্নী অউর পঙ্গা’ শোয়ের মঞ্চে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
এবার প্রশ্ন একটাই—টেলিভিশনের প্রিয় ‘বালিকাবধূ’-র জীবনে কি সত্যিই মাতৃত্বের নতুন অধ্যায় শুরু হতে চলেছে? দর্শকদের কৌতূহলের উত্তর মিলবে সময়ের অপেক্ষাতেই।
বিজ্ঞাপন