Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

রাজকীয় সাজে মেহজাবীন চৌধুরী

বিজ্ঞাপন

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। 

পাশাপাশি মেহজাবীনের স্টাইল স্টেটমেন্টও সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের জন্য নিয়মিত নতুন চমক নিয়ে আসে। সম্প্রতি এই তারকা অভিনেত্রী হাজির হয়েছেন একেবারেই রাজকীয় লুকে। 

গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার আভিজাত্যমাখা লুক সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘একটি বিয়ে খেতে যাই।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, আভিজাত্যের সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের এক দারুণ সমন্বয় ঘটিয়েছেন তিনি। সোনালি শাড়ির কারুকাজ আর মেহজাবীনের মায়াবী চোখের চাহনি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। 

তার মিষ্টি হাসিতে মুগ্ধ হয়েছেন সাধারণ নেটিজেনরা। প্রিয় অভিনেত্রীর এমন স্নিগ্ধ রূপ দেখে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে কমেন্ট বক্সে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘অপূর্ব, সবসময় সুখে থেকো।’ অন্য একজন লিখেছেন, ‘মাশাল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার