বিজ্ঞাপন
বহু বছর আড়ালে, ঢাকায় দেখা মিলল জনপ্রিয় সেই মডেলের
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৩:০২ এএম
বিজ্ঞাপন
নব্বইয়ের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। এর বাইরেও অভিনয় ও উপস্থাপনা দিয়ে দর্শকমন জয় করেছিলেন তিনি। অথচ ক্যারিয়ারে যখন বসন্ত হাওয়া বইছে, সেই সময়েই হঠাৎ শোবিজ অঙ্গণের আলো ঝলমলে দুনিয়া ছেড়ে স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে স্বামী, সন্তান নিয়ে বিদেশেই তার বসবাস।
এবার জানা গেল, স্বল্প সময়ের জন্য গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন রিয়া। দেশে ফিরে গত সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় অংশ নেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙ ফ্যাশন হাউসের কর্ণধার বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। মূলত রিয়ার দেশে আসাকে কেন্দ্র করেই এই আড্ডার আয়োজন।
সেই আড্ডার বেশকিছু ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিগুলো দেখেই অনুরাগীরা যেন ঠিক পুরোনো দিনের স্মৃতি রোমন্থনে ফিরে গেছেন।
এদিকে ছোটবেলা থেকেই নাচের সঙ্গে জড়িত থাকা ফারজানা রিয়া চৌধুরী বুলবুল একাডেমিতে নৃত্যশিক্ষক হিসেবেও কাজ করেছেন। বাংলাভিশনে প্রচারিত নৃত্যভিত্তিক রিয়ালিটি শো ‘নাচো, বাংলাদেশ নাচো’-এর বিচারকের দায়িত্বও পালন করেন তিনি।
ব্যক্তিগত জীবনে ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন রিয়া। কিন্তু সম্পর্কটি বেশিদিন স্থায়ী হয়নি। পরে ২০১৩ সালের মার্চ মাসে আমেরিকাপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপরই মিডিয়া জগত থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন এই মডেল ও অভিনেত্রী।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসার আগে রিয়া যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের সঙ্গে আবারও যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন তিনি।
বিজ্ঞাপন