বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ছোটপর্দার খ্যাতনামা তারকা জুটি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। নব্বই দশকের টিভি পর্দার দর্শকপ্রিয় এই জুটি বাস্তবজীবনেও স্বামী-স্ত্রী। এখন আর আগের মতো নিয়মিত শোবিজে কাজ না করলেও তাদের নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ যেন ঠিক আগের মতোই আছে।
১৯৯৯ সালের ২৩ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌকির ও বিপাশা। এবার বিয়ের অনুষ্ঠানের দিনের মজার এক ঘটনা সম্প্রতি শেয়ার করলেন তৌকির। মাছরাঙা টেলিভিশনের 'স্টার নাইট' নামক অনুষ্ঠানে হাজির হয়ে এই নির্মাতা ও অভিনেতা সেদিনের স্মৃতি রোমন্থন করে জানান, বিয়ের অনুষ্ঠানের দিন তালিকার বাইরে এত মানুষ এসে পড়েছিলেন যে, ওই চাপ সামলাতে না পেরে এক পর্যায়ে দুজনকে অনুষ্ঠানস্থল থেকে পালিয়ে আসতে হয়েছিল।
অভিনেতা বলেন, ‘আমাদের তো এক পর্যায়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে হল। এতো মানুষ এসেছিলেন, তারা খুব ভদ্রভাবেই উপস্থিত ছিলেন। কিন্তু জনতার চাপ সামলানো সম্ভব হচ্ছিল না। যার কারণে এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হল বর ও কনেকে অনুষ্ঠানের জায়গা থেকে সরিয়ে নেওয়া হবে। পিছনের দরজা দিয়ে বের করে আমাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।’
তৌকির-বিপাশার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে। বর ও কনের দুই পরিবার মিলে চার হাজার অতিথিকে দাওয়াত দিলেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছয় থেকে সাত হাজার মানুষ। আর এতেই বাধে বিপত্তি!
অনেকদিন ধরেই দেশের শোবিজে অনিয়মিত এই তারকা দম্পতি ছেলে-মেয়েকে নিয়ে কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন। সর্বশেষ ২০২১ সালে তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’ শিরোনামের একটি সিনেমা মুক্তি পেয়েছিল। এদিকে, বিপাশা বর্তমানে আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।
বিজ্ঞাপন